আজকের শিরোনাম :

সাকিবের ঘূর্ণিতে বিপর্যয়ে আফগানিস্তান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৮, ২০:০২ | আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৮

শুরুটা আবু হায়দার রনিকে দিয়ে। এরপর সাকিবের ভেলকি। তুলে নিয়েছেন আসগর আফগান ও সামিউল্লাহ শেনওয়ারির উইকেট। 

আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তান অধিনায়ক এদিন টস জিতে সিদ্ধান্ত নেয় প্রথমে ব্যাট করার।

ইনিংসের শুরুর ওভারটা রুবেল হোসেনকে দিয়ে করালেও বাংলাদেশ অধিনায়ক পরের ওভারে এনেছেন অভিষিক্ত রনিকে।

বোলিংয়ে এসেই প্রথম ওভারে রনির বাজিমাৎ। ওভারের চতুর্থ বলেই ইহসানুল্লাহকে ফিরিয়ে দেন এই পেসার।

নিজের তৃতীয় ওভারে এসে আবারও তুলে নেন উইকেট। রহমত শাহাকে বোল্ড করে তুলে নেন নিজের দ্বিতীয় উইকেট।

এরপর সাকিবের ঘূর্ণি জাদু। তুলে নিয়েছেন প্রথমে মোহাম্মদ শেহজাদকে। ৩৭ রানে ফিরিয়ে দেন সিমানায় রনির হাতে ক্যাচ দিয়ে। এরপর সরাসরি বোল্ড করে বিদায় করেন আসগর ও সামিউল্লাহকে। এরপর হাসমতউল্লাহ শাহেদিকে ফেরান রুবেল হোসেন। তিনি করেন ৫৮ রান।

এখন আফগানিস্তানের সংগ্রহ ৩৫ ওভারে ৬ উইকেটে ১৫০ রান। ক্রিজে রয়েছেন মোহাম্মদ নবী ও  গুলবাদিন নায়েব।


এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ