আজকের শিরোনাম :

বাহরাইনকে গোল বন্যায় ভাসালো বাংলাদেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৪ | আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৮

বাংলাদেশের নারী ফুটবল স্বর্ণযুগে প্রবেশ করেছে- এমন করে বললেও অত্যুক্তি হওয়ার কথা নয়। সম্প্রতি সাফ অনুর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়শিপে ফাইনালে ভারতের কাছে ১-০ গোলে হারলেও বাংলার মেয়েদের খেলা নজর কেড়েছে সবার। 

এবার সেই ধারাবাহিকতা ধরে রেখে এএফসি অনূর্ধ্ব–১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বেও দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ঘরের মাটিতে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলার বাঘিনীরা। 

আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। 

ম্যাচের শুরু থেকেই মারিয়া মান্দা, আঁখি খাতুনরা একের পর এক আক্রমণে বেসামাল করে তুলেছিল বাহরাইনকে। সফলতা পেতেও খুব বেশি সময় নিতে হয়নি। 

প্রথমার্ধে বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও ৬টি গোল করে। তহুরা-মণিকারা সামর্থ্যের ঝলকটা ভালোভাবেই দেখিয়েছে।

দলের পক্ষে জোড়া গোল করেছেন আনুচিং মোগিনি, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার (জুনিয়র)। একটি করে গোল এসেছে সাজেদা খাতুন, শামসুন্নাহার (সিনিয়র), আনাই মোগিনি ও তহুরা খাতুনের পা থেকে।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে লেবাননের কাছে ৮-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাহরাইন। এবার আরও বড় হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়লো বাহরাইন। 

২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব–১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার আরও একবার শিরোপা উঁচিয়ে ধরতে চায় লাল-সবুজের জার্সিধারী বাংলার প্রমীলারা।

এদিকে বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৩২ ধাপ এগিয়ে আছে বাহরাইন। মেয়েদের ফুটবলে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১১২তম স্থানে থাকলেও ৮০তম অবস্থানে আছে বাহরাইন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ