আজকের শিরোনাম :

তৃতীয়বারের মতো সিপিএলের চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৪

তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন পেল ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শিরোপা জিতল ত্রিনবাগো নাইট রাইডার্স। টুর্নামেন্টের গত আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ত্রিনবাগো।

ব্রায়ান লারা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে গায়ানা ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান জমা করে। জবাবে ১৫ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নেয় শাহরুখ খানের মালিকানাধীন দলটি।

গায়ানার ব্যাটিংয়ের শুরুটা ভালো ছিল না। প্রথম বলেই তারা হারায় ক্যামেরন ডেলপোর্টের উইকেট। তবে লুক রনকির ঝড়ো ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেয় গায়না। ডানহাতি এ হার্ডহিটার ৩৫ বলে করেন ৪৪ রান। ৬ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি। মাঝে গায়ানার কোনো ব্যাটসম্যান ইনিংস বড় করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন জেসন মোহাম্মদ। শেষ দিকে এমরিতের ১৪, রাদারফোর্ডের ১২ রানে লড়াকু পুঁজি পায় গায়ানা। মিডল অর্ডারে তারা শোয়েব মালিকের অভাব ভালোভাবেই টের পেয়েছে। এশিয়া কাপের জন্য ফাইনাল খেলতে পারেননি মালিক।

বল হাতে ত্রিনবাগোর হয়ে ২৯ রানে ৩ উইকেট নেন স্পিনার খেরি পিয়েরি। ম্যাচসেরারও নির্বাচিত হন বাঁহাতি স্পিনার। এ ছাড়া ব্রাভো ৩০ রানে নেন ২ উইকেট।
 লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫২ রান যোগ করেন ব্রেন্ডন ম্যাককালাম ও দিনেশ রামদিন। ঝড় তুলে ম্যাককালাম ৩৯ রানে ফিরে যাওয়ার পর ব্যাটিংয়ে আসে কলিন মুনরো। নিউজিল্যান্ডের এ ক্রিকেটার একাই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৩৯ বলে ৬৮ রানের ইনিংস খেলে দলকে দেন জয়ের স্বাদ।

মাঝে দিনেশ রামদিন ফেরেন ২৪ রানে। ড্রারেন ব্রাভো মাঠে নামলেও ৪ রানের বেশি করতে পারেননি। হাফ সেঞ্চুরির স্বাদ পাওয়া মুনরো ৬ চার ও ৩ ছক্কায় সাজান তার ইনিংসটি। এবারের মৌসুমটি দারুণ কেটেছে মুনরোর। ৫৬৭ রান করেছেন বাঁহাতি ব্যাটসম্যান, যা সিপিএলে এক মৌসুমে সর্বোচ্চ রান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন মুনরো।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ