আজকের শিরোনাম :

অনলাইনে যেভাবে দেখা যাবে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৫ | আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৮

আর কিছুক্ষণ পরেই শুরু হবে এশিয়া কাপের মহারণ। ইতোমধ্যে উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।  আজ শনিবার (১৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।

দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্ব খেলবে দলগুলো।  'এ' গ্রুপে বাংলাদেশের সাথে আছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। আর 'বি' গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে আছে হংকং।

এশিয়া কাপের মূল সম্প্রচার স্বত্ব স্টার ইন্ডিয়ার। তাদের কাছ থেকে টিভি রাইটস নিয়ে বাংলাদেশে এশিয়া কাপ সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও চ্যানেল নাইন।

এছাড়া অনলাইনেও দেখা যাবে এশিয়া কাপের সবগুলো ম্যাচ।  র‍্যাবিটহোল বিডি নামের ইউটিউব চ্যানেল (youtu.be/U6yck2NOd14) দেখা যাবে ম্যাচটি।  শধু তাই নয় এশিয়া কাপের সবগুলো ম্যাচ এখানে দেখা যাবে।  এছাড়া র‍্যাবিটহোলবিডি (Rabbitholebd) নামের অ্যাপটি ডাউনলোড করেও দেখা যাবে এশিয়া কাপ।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ