আজকের শিরোনাম :

ম্যাকগ্রাকে ছাড়িয়ে শীর্ষে অ্যান্ডারসন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১১:২০

চতুর্থ দিনে দুই উইকেট নিয়ে গ্লেন ম্যাকগ্রাকে ছুঁয়েছিলেন। শেষ দিনে আরেকটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ান গ্রেটকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি ফাস্ট বোলার হয়ে গেলেন জেমস অ্যান্ডারসন।

ম্যাকগ্রার ৫৬৩ উইকেট ছাড়াতে ভারতের বিপক্ষে ওভাল টেস্টের শেষ ইনিংসে অ্যান্ডারসনের দরকার ছিল ৩ উইকেট। ইংলিশ পেসার চতুর্থ দিনের শেষ বিকেলে নিজের প্রথম ১২ বলের মধ্যেই নেন শিখর ধাওয়ান ও চেতেশ্বর পূজারার উইকেট। তাতে ছুঁয়ে ফেলেন ম্যাকগ্রাকে।

এক উইকেটের জন্য আরেকটি বিকেলের অপেক্ষা। মঙ্গলবার শেষ দিনে ভারতের শেষ ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ শামিকে বোল্ড করে ৫৬৪ উইকেট নিয়ে ম্যাকগ্রাকে ছাড়িয়ে হয়ে যান অ্যান্ডারসন।
 
২০০৭ সালে অবসরে যাওয়ার আগে ম্যাকগ্রা ৫৬৩ উইকেট নিয়েছিলেন ১২৪ টেস্টে। ৫৬৪ উইকেট নিতে অ্যান্ডারসনের লাগল অবশ্য ১৪৩ ম্যাচ।

পেসার ও স্পিনার মিলিয়ে টেস্টের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় অ্যান্ডারসন এখন চারে উঠে এলেন। অ্যান্ডারসনের ওপরে আছেন শুধু ৩ স্পিনার অনিল কুম্বলে (৬১৯ উইকেট), শেন ওয়ার্ন (৭০৮ উইকেট) ও মুত্তিয়া মুরালিধরন (৮০০ উইকেট)।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ