আজকের শিরোনাম :

ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৯

জয়ের ধারায় থাকা আর্জেন্টিনার এবারের প্রতিপক্ষ ল্যাটিন আমেরিকার আরেক দেশ কলম্বিয়া। মেসিকে ছাড়া কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে স্কলোনির দলকে। ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়।

রাশিয়া বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ কলম্বিয়া। যাদের বিপক্ষে ভারপ্রাপ্ত কোচ স্কলোনির দিতে হবে অগ্নি পরীক্ষা। কারণ, এক মেসিবিহীন দল। আর অবসরের কারণে নেই মাশচেরেনোর মতো পরীক্ষিত সেনানি। শুধু তাই না। এ ম্যাচে খেলবেন না সার্জিও অ্যাগুয়েরো, ডি মারিয়ার মতো তারকা ফুটবলাররা। সেক্ষেত্রে আর্জেন্টিনার পক্ষে বাজি ধরবেই বা কজন। তাই ম্যাচের নামবার আগে ঘুরে ফিরে আসছে নানা প্রশ্ন। তবে, কোচ স্কলোনি তরুণদের প্রমাণের সেরা মঞ্চ মানছেন এই ম্যাচগুলোকে। কারণ কোচ পরবর্তী কোপা আমেরিকা কাপের আগে দল যাচাই করার দারুণ সুযোগ পাচ্ছেন। এ ম্যাচে ডিবালা ও ইকার্দিকে সেরা একাদশে খেলাবেন বলে আভাস মিলেছে।

কোচ লিওনেল সালোনি বলেন, 'হ্যাঁ আমাদের সেরা ফুটবলার মেসি নেই। কিন্তু, এই বাস্তবতা মেনেই আমাদের সামনের দিকে এগোতে হবে। তরুণদের সামনে দারুণ সুযোগ অনেক সেরা ফুটবলার নেই দলে। তারা নিজেদের প্রমাণ করতে পারলে ভবিষ্যৎ জাতীয় দলে তাদের জায়গা শক্ত হবে।'

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড পর্যন্ত খেলেছে ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়া। তাদের পারফরমেন্সে মুগ্ধ করেছে ফুটবল সমর্থকদের। বিশ্বকাপের ঐ দলের তারকা রদ্রিরেগজ, ফেলকাও, মিনা ওসপিনার মতো তারকা ফুটবলাররা সবাই খেলবেন এ ম্যাচে। তাই ২০০৯ সালের পর আর্জেন্টিনার বিপক্ষে জয়ের ক্ষুধা মিটাতে আপোষহীন কোচর প্যাকারম্যানের দল।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ