আজকের শিরোনাম :

আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা হয়নি দিবালার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২১, ০০:৪৮

চোট কাটিয়ে কিছুদিন আগেই মাঠে ফিরেছেন সার্জিও অ্যাগুয়েরো। তবে ম্যানচেস্টার সিটির হয়ে খুব বেশি খেলার সুযোগ পাননি। এরপরও অভিজ্ঞ এই স্ট্রাইকারের ওপর ভরসা রেখেছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। তাকে দলে রেখে কাতার বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছেন তিনি। তবে বাদ পড়েছেন তরুণ তারকা দিবালা।

করোনাভাইরাসের কারণে থমকে যাওয়া দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব তিন মাস বিরতি শেষে আগামী মাসে আবারো মাঠে গড়াতে যাচ্ছে। আগামী ৪ জুন ঘরের মাঠে চিলির বিপক্ষে এবং এর চার দিন পর কলম্বিয়ার মাঠে খেলতে নামবে আর্জেন্টিনা। রোববার এই দুই ম্যাচের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেন স্কালোনি।

গত নভেম্বরে সবশেষ মাঠে নেমেছিল আর্জেন্টিনা। সেবার প্যারাগুয়ের সঙ্গে ১-১ ড্রয়ের পর পেরুর মাঠে ২-০ গোলে জিতেছিল দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চোটের কারণে বাছাইপর্বের সেই দুই ম্যাচে খেলতে পারেননি অ্যাগুয়েরো। তিনি ফিরলেও দলে জায়গা পাননি জুভেন্টাস ফরোয়ার্ড পাওলো দিবালা।

বাছাইপর্বে এখনো অপরাজিত আছে আর্জেন্টিনা। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দলটি। চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ব্রাজিল। ইকুয়েডর ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর প্যারাগুয়ে ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে।

আর্জেন্টিনা দল

গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), আগুস্তিন মার্চেসিন (পোর্তো), হুয়ান মুস্সো (উদিনেজ),

ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), লুকাস মার্তিনেস কুয়ার্তা (ফিওরেন্তিনা), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), লিসান্দ্রো মার্তিনেস (আয়াক্স), নাহুয়েল মোলিনা (উদিনেজ), ক্রিস্তিয়ান রোমেরো (আতালান্তা), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), হোসে লুইস পালোমিনো (আতালান্তা), হেরমান পেস্সেইয়া (ফিওরেন্তিনা)

মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (বেতিস), রদ্রিগো দে পল (উদিনেজে), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস দোমিনগেস (বোলোনিয়া), মার্কোস আকুনা (সেভিয়া), আলেহান্দ্রো গেমেস (আতালান্তা), আনহেল দি মারিয়া (পিএসজি), লুকাস ওকামপোস (সেভিয়া), এমিলিয়ানো বুয়েন্দিয়া (নরিচ সিটি)

ফরোয়ার্ড লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও অ্যাগুয়েরো (ম্যানচেস্টার সিটি), নিকোলাস গনসালেস (স্টুটগার্ট), হোয়াকিন কোররেয়া (লাৎসিও), লুকাস আলারিও (বায়ার লেভারকুজেন), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ)।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ