আজকের শিরোনাম :

সন্ধ্যায় মুখোমুখি মালদ্বীপ-শ্রীলঙ্কা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৫

সাফ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে আজ একটি ম্যাচ। সন্ধ্যা ৭টায় দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও মালদ্বীপ। সাফের দ্বাদশ আসরে এটা শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচ হলেও মালদ্বীপের জন্য প্রথম ম্যাচ।

শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গেছে ২-০ ব্যবধানে। সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে আজ জয়ের বিকল্প নেই লঙ্কানদের। এদিকে আজ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে মালদ্বীপের। তাদের সঙ্গে ভারতেরও সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। আর বিদায় নিশ্চিত হয়ে যাবে শ্রীলঙ্কার। আজ শ্রীলঙ্কা হেরে গেলে ৯ সেপ্টেম্বর ভারত-মালদ্বীপ ম্যাচটি হবে আনুষ্ঠানিকতার এবং গ্রুপসেরা হওয়ার ম্যাচ।

শক্তিমত্তা ও অতীত পরিসংখ্যান বিবেচনায় আজকের ম্যাচে এগিয়ে মালদ্বীপ। ১৯৮৪ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দল দুটি ১৮বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে মালদ্বীপ জিতেছে ৭ বার। ৩ বার জিতেছে শ্রীলঙ্কা। ৮ বার হয়েছে ড্র। ২০০৫ সাল থেকে একবারও সাফে মালদ্বীপের বিপক্ষে জিততে পারেনি লঙ্কানরা। ২০০৫ সালে ২-০ ব্যবধানে, ২০০৮ সালে ১-০ ব্যবধানে, ২০০৯ সালে ৫-১ ব্যবধানে ও সবশেষ ২০১৩ সালে ১০-০ ব্যবধানে মালদ্বীপের কাছে হেরেছে তারা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা অবস্থান করছে ২০০ তে। আর মালদ্বীপ রয়েছে ১৫০তম অবস্থানে। 

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ