আজকের শিরোনাম :

ওয়ানডের পর টি-২০ সিরিজেরও ট্রফি পাকিস্তানের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১, ০০:১৬

আগের ম্যাচে সেঞ্চুরিয়নে ২০৪ চেজ করে জিতেছে পাকিস্তান।২-১এ এগিয়ে থেকে সেঞ্চুরিয়নে সিরিজের শেষ ম্যাচে ১৪৫ চেজ করতে এসে নাভিশ্বাস উঠেছে পাকিস্তানের। শেষ ১৮ বলে ২৫ রানের টার্গেট দূরুহ হয়ে পড়েছিল।

সেখান থেকে টেল এন্ডার নেওয়াজের পর পর ২ ওভারে ২টি ছক্কায় ১ বল হাতে রেখে ৩ উইকেটে জয় নিশ্চিত করেছে পাকিস্তান। এই জয়ের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর দারুণভাবে শেষ করলো পাকিস্তান।

ওয়ানডে সিরিজে ২-১ এ জয়ের পর টি-২০ সিরিজে ৩-১ এ জিতলো বাবর আজমের দল।২০১৩ সালের পর দক্ষিণ আফ্রিকার মাটি থেকে টি-২০ সিরিজ জিতলো পাকিস্তান।

১৯তম ওভারে পাকিস্তানের হাতে ম্যাচটা তুলে দিয়েছেন মালাগা, পর পর ২টি নো ডেলিভারিতে। তার দ্বিতীয় নো বলে ফ্রি হিটকে ছক্কায় পরিনত করেছেন নেওয়াজ। তাতেই ৬ বলে ৬ রানের সহজ টার্গেট পেয়েছে পাকিস্তান। শেষ ওভারের ৫ম বলে উইলিয়ামসকে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে নেওয়াজের ছক্কায় সিরিজ জয়ের উৎসব করেছে পকিস্তান।

এই ম্যাচে দু'দলের টপ অর্ডাররা করেছেন প্রত্যাশিত ব্যাটিং। ব্যাটিং পাওয়ার প্লে-এর ৬ ওভারে দক্ষিণ আফ্রিকার ৫৩/১ স্কোরের বিপরীতে পাকিস্তান করেছে ৫৭/১। দক্ষিণ আফ্রিকার ভান দার দুসেনের ৩৬ বলে ৫ চার,২ ছক্কায় ৫২ রানের জবাবে পাকিস্তানের ফখর জামানের ৩৪ বলে ৫ চার,৪ ছক্কায় ৬০ রান। তবে এই ম্যাচে বাবর খেলেছেন শ্লথ গতির ইনিংস (২৩ বলে ২৪)।ফাহিম আশরাফ (৩/১৭),হারিস রউফ (২/১৮) এর বোলিংয়ে

 দক্ষিণ আফ্রিকার শেষ ৮ উইকেট পড়েছে ৩৫ রানে। সেখানে দ্বিতীয় উইকেট জুটির ৯১ রানের পর ৩৭ রান যোগ হতে পাকিস্তান হারিয়েছে ৬ ব্যাটসম্যান। ৯ বলে ২০ রানের অবিচ্ছিন্ন ৮ম উইকেট জুটির ব্যাটনটা ছিল নেওয়াজের হাতে (২১ বলে ১ চার,২ ছক্কায় ২৫*)।

দক্ষিণ আফ্রিকা : ১৪৪/১০ (২০.০ ওভারে)
পাকিস্তান : ১৪৯/৭ (১৯.৫ ওভারে)
ফল : পাকিস্তান ৩ উইকেটে জয়ী।
সিরিজ : পাকিস্তান ৩-১ -এ জয়ী।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ