আজকের শিরোনাম :

সার্জিও রামোস করোনায় আক্রান্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ২২:০৯

করোনা আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদ ক্যাপ্টেন সার্জিও রামোস। করোনা পজিটিভের কারণে সার্জিও রামোস লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে পারবেন না। মিস করবেন লা লিগার অন্তত আরও দুই ম্যাচ।

এর আগে, লিভারপুলের সাথে প্রথম লেগের খেলাটাও গ্যালারিতে বসে দেখেছেন রামোস। দর্শক হয়ে মাঠে ছিলেন এল ক্লাসিকোতেও। ইনজুরিতে থাকায় শেষ তিন ম্যাচ মিস করেছেন রামোস। লিভারপুলের সাথে খেলার আগে ট্রেইনিংয়ে ফেরার কথা ছিল রিয়াল ক্যাপ্টেনের। তবে, করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ায় দলের সাথে যুক্ত হতে পারছেন না রামোস। কমপক্ষে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে স্প্যানিশ ডিফেন্ডারকে।

শুধু রামোসই নয়, রিয়ালের শুরুর একাদশের অন্য সেন্ট্রাল ডিফেন্ডার ভারানেও করোনা আক্রান্ত। দুজনকে ছাড়াই তাই খেলা চালিয়ে যেতে হবে রিয়ালকে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ