আজকের শিরোনাম :

বিপিএলে থাকবে ডিআরএস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০১৮, ২১:০১

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের ষষ্ঠ আসরে থাকবে ডিআরএস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দুপুরে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে সংবাদ সম্মেলনে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, অনেকটাই এগিয়েছে বিপিএলের ষষ্ঠ আসরের প্রস্তুতি। 

আগেই গভর্নিং কাউন্সিল জানিয়েছিল, প্রতিটি দল চারজন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে। তার তালিকা দিতে হবে সেপ্টেম্বর মাসের মধ্যে।

গতবার বিপিএল খেলেছেন এমন বিদেশিরা এবার ড্রাফটে থাকবে। যারা গতবার ড্রাফটে ছিলেন না, তাদের মধ্য থেকে দুজন করে খেলোয়াড়কে ফ্র্যাঞ্চাইজিগুলো দলে নিতে পারবে। বাকিদের ড্রাফট থেকে কিনতে হবে।

বিপিএল পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ সোহেল। গত ৮ অগাস্ট আফজালুর রহমান সিনহা মারা যাওয়ার পর থেকে পদটি শূন্য ছিল।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ