আজকের শিরোনাম :

দেশের ক্রিকেটে নারী কেলেঙ্কারি: বিব্রত বিসিবি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০১৮, ১৪:১১

বাংলাদেশের ক্রিকেটারদের একের পর এক নারী কেলেঙ্কারির ঘটনায় নৈতিক অবক্ষয়কে কারণ হিসেবে দেখছেন মনোবিদরা। নিয়মিতই ক্রিকেটারদের এমন অনৈতিক কর্মকাণ্ডে বিব্রত বিসিবি। । তাই এমন বাজে অবস্থার উত্তরণের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ক্রীড়া মনোবিদ নিয়োগের পরামর্শ দিয়েছেন মনোবিদ বিশেষজ্ঞরা।

বাংলাদেশের ক্রিকেটে ‘বিষফোঁড়া’ হয়ে উঠেছে নারী কেলেঙ্কারির ঘটনা। নারী কেলেঙ্কারিতে জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার রুবেল হোসেন ও আরাফাত সানি জেলও খেটেছেন। তাতেও ভয় কিংবা লজ্জায় সচেতন হননি অনেকেই।

টেস্ট দলে সুযোগ পেয়ে আস্থাভাজন হয়ে ওঠা মোহাম্মাদ শহীদ ও আল আমিন হোসেন একই কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন। এছাড়া বেপরোয়া জীবন যাপনের কারনে সমালোচনার শিরোমনি হয়ে ওঠেন সাব্বির রহমান। অলরাউন্ডার নাসির হোসেনের পর্দার আড়ালের ঘটনাও হয়েছে ফাঁস। এবার এই সমালোচনার মিছিলে যোগ দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

ক্রিকেটারদের এমন অপ্রীতিকর ঘটনায় বিসিবি ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘ এমন ঘটনায় বিব্রততো অবশ্যই হই।’

এদিকে, মনোবিদরা বলছেন ক্রিকেটারদের নৈতিক অবক্ষয়ই এর অন্যতম কারণ। 

মনোবিদ মেজর (অব.) আব্দুল ওয়াহাব মিনার বলেন, ‘স্পোর্টস সাইক্লোজিক্যাল ব্যক্তি থাকবেন। তারা যদি মনস্তাত্ত্বিক অবস্থা বেগতিক দেখেন তাহলে কোচ বা কর্তা ব্যক্তিদের কাছে রিপোর্ট করবেন। তাহলে এরকম সমস্যা কমে আসবে।’

ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, যে কারিগরদের হাতে গড়ে ওঠেন ক্রিকেটাররা তাদেরও হতে হবে সচেতন।

ক্রিকেট বিশেষজ্ঞ নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘কোচের পক্ষে বোধ হয় সবচেয়ে বেশি ইমপ্যাক্ট রাখা সম্ভব।’

এবিএন/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ