আজকের শিরোনাম :

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আসছে না আফগানিস্তান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২১, ১৩:০৯

অবশেষে আসছেই না আফগানিস্তান। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে এ মাসে আফগানদের বাংলাদেশে আসার কথা থাকলেও এএফসির সিদ্ধান্তে সূচীর পরিবর্তনে জুনে নিরপেক্ষ ভেন্যুতে হবে খেলা। 

আগামী ২৫শে মার্চ বাংলাদেশের ঘরের মাঠে 'ই' গ্রুপের ম্যাচে মুখোমুখি হবার কথা ছিলো আফগানিস্তানের। তবে করোনার দোহাই দিয়ে কাতারে ম্যাচ আয়োজনের প্রস্তাব জানায় আফগানিস্তান ফুটবল ফেডারেশন।

জবাবে হোম ভেন্যুর সুবিধা পেতে নিজ দেশেই খেলতে চায় বাংলাদেশ। নানা দেনদরবার শেষে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান হোমে নয়, নিরপেক্ষ ভেন্যুতেই আগামী ৩রা জুন দ্বিতীয় রাউন্ডের খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ।

তবে শুধু বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচই নয়, মার্চ উইন্ডোর সবগুলো ম্যাচই আগামী জুনে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এএফসি। সেক্ষেত্রে থাকছে না হোম-অ্যাওয়ে পদ্ধতি। 

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ