আজকের শিরোনাম :

১০৯ রানে থামল বাংলাদেশ লিজেন্ডস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২১, ২১:১২

১০৯ রানে ইনিংস গুটিয়ে গেলো বাংলাদেশ লিজেন্ডস ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৪৯ রান করেন নাজিমউদ্দিন। বাকি ১০ জনের মধ্যে রাজিন সালেহ ও জাভেদ ওমর বেলিম করেন ১২ রান করে। 

এছাড়া নাফিস ইকবাল, মোহাম্মদ রফিক, হান্নান সরকার, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ শরীফ, খালেদ মাহমুদ সুজন ও খালেদ মাসুদ পাইলট, আলমগীর কবিরদের কেউই দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি। জয়ের জন্য শচীন টেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারতের প্রয়োজন ১১০ রান।  

শুক্রবার ভারতের রায়পুরের শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৮ ওভারে ৫৯ রান সংগ্রহ করেন জাতীয় দলের সাবেক তারকা দুই ওপেনার নাজিমউদ্দিন ও জাভেদ ওমর বেলিম।

এরপর মাত্র ২৪ রানের ব্যবধানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ১৯ বলে মাত্র ১২ রানে প্রজ্ঞান ওঝার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি বেলিম। ৯ রানের ব্যবধানে ফেরেন অন্য ওপেনার নাজিমউদ্দিন। ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাঁ-হাতি স্পিনে বিভ্রান্ত হন তিনি। তার আগে ৩৩ বলে আট চার ও এক ছক্কায় খেলেন ৪৯ রানের ঝকঝেকে ইনিংস। 

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি মোহাম্মদ রফিক। ইউসুফ পাঠানের বলে তারই সহোদর ইরফান পাঠানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন রফিক (১)।  

জাতীয় দলের সাবেক তারকা ব্যাটসম্যান নাফিস ইকবাল ফেরেন ১০ বলে মাত্র ৭ রান করে। ৬ বলে মাত্র ৩ রানে যুবরাজ সিংয়ের দ্বিতীয় শিকারে পরিনত হন হান্নান সরকার। জাতীয় দলের সদ্য সাবেক তারকা বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক ২ রানে রান আউট হন। 

এরপর মাত্র ৮ রানের ব্যবধানে ফেরেন মোহাম্মদ শরীফ।  মনপ্রীত গনির বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে মুনাফ প্যাটেলের হাতে ধরা পড়েন। 

ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে এক মাত্র ব্যতিক্রম ছিলেন রাজিন সালেহ।  তিনি টি-টোয়েন্টির ম্যাচটি খেলেন টেস্টের আদলে ২৪ বলে খেলে মাত্র ১২ রান করে ভিনয় কুমারের বলে বোল্ড হয়ে ফেরেন সালেহ। 

শেষদিকে হাল ধরতে পারেননি খালেদ খালেদ মাহমুদ সুজন ও আলমগীর কবিরা। ৭ বলে ৭ রানে আউট সুজন। শূন্য রানে ভিনয় কুমারের বলে আলমীর কবির বোল্ড হলে ১৯.৪ ওভারেই ১০৯ রানে অলআউট হয় বাংলাদেশ দল।

ভারতের হয়ে দুটি করে উইকেট নেন প্রজ্ঞান ওঝা, যুবরাজ সিং ও ভিনয় কুমার। একটি করে উইকেট নেন মনপ্রীত গনি ও ইউসুফ পাঠান। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ