আজকের শিরোনাম :

তৃতীয় দফা করোনা টেস্টেও তামিমরা নেগেটিভ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২১, ০০:১০

বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে নিউজিল্যান্ড সফরে। সেখানে তৃতীয় দফা করোনা টেস্টেও সবার নেগেটিভ এসেছেন। এর ফলে, স্কিল ট্রেনিং শুরু করতে আর কোন বাঁধা রইল না টিম টাইগারদের। দলের সদস্যদের তিন ভাগে ভাগ হয়ে যেতে হবে অনুশীলন করতে হবে। বেশকয়েক দিন পর মাঠে নামতে পারার সুযোগ আসায় উচ্ছ্বসিত তামিমরা।

বিমানবন্দরে নামার পর থেকে সেই যে বন্দী হয়েছিল ক্রিকেটাররা, সেটা এখন শেষের পথে। পরপর তিন ধাপে করোনা টেস্টে নেগেটিভ এসেছেন বাংলাদেশ দলের সকল সদস্য। আর, কোয়ারেন্টিন নিয়মটাও তারা মেনেছেন সুবোধ বালকের মতো। তাই তো, ক্রাইস্টচার্চের হোটেলের লবি এবং বাগানে ঘোরাঘুরি করে সময় কাটানোর ইতি হতে যাচ্ছে টিম বাংলাদেশের।

এরপর দশ মার্চ ক্রাইস্টচার্চ ছেড়ে কুইন্সটাউনে যাবে বাংলাদেশ। সেখানে ৫ দিন অনুশীলন করবে দল। পরে ১৬ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। অর্থ্যাৎ, কোয়ারেন্টিন পর্ব শেষে মানিয়ে নিতে হবে আবহাওয়ার সঙ্গেও। 

ডানেডিনে ২০ মার্চ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ