আজকের শিরোনাম :

বঙ্গবন্ধু গেমসে রাজধানীতে ৩১, ঢাকার বাইরে ৭ ডিসিপ্লিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১, ১০:৫৭

আগামী ১ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ৩১ ডিসিপ্লিনের মধ্যে ৭টি হবে ঢাকার বাইরে। বাকিগুলো রাজধানীর বিভিন্ন ভেন্যুতে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মঙ্গলবার গেমসের সব ডিসিপ্লিনের সূচি চূড়ান্ত করেছে।

গত সোমবার (২৫ জানুয়ারি) ১১ ডিসিপ্লিনের খেলার ভেন্যু ও সময় নির্ধারণ করা হয়েছিল। মঙ্গলবার (২৬ জানুয়ারি) করা হলো বাকিগুলো। আগের দিন টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আরচারি আয়োজনের সিদ্ধান্ত হলেও একদিন পরই তা পরিবর্তন করা হয়েছে। এখন আরচারি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কুয়াকাটায়।

আরচারি ছাড়া অন্য যে ৭ খেলা ঢাকার বাইরে হবে সেগুলো হচ্ছে- ক্রিকেট, রাগবি, টেনিস, কারাতে, ভলিবল ও ভারোত্তালন।

কবে কোথায় কোন খেলা

১. আরচারি : ১ থেকে ৭ এপ্রিল, কুয়াকাটা

২. অ্যাথলেটিকস : ২ থেকে ৫ এপ্রিল, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

৩. ব্যাডমিন্টন : ২৮ মার্চ থেকে ২ এপ্রিল, শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর

৪. বাস্কেটবল : ২ থেকে ৮ এপ্রিল, ধানমন্ডি জিমন্যাসিয়াম/ বিকেএসপি

৫. বডিবিল্ডিং : ২ থেকে ৪ এপ্রিল, জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়াম

৬. বক্সিং : ৫ থেকে ৯ এপ্রিল, পল্টন মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম

৭. ফুটবল : ২৭ মার্চ থেকে ৯ এপ্রিল, বঙ্গবন্ধু ও কমলাপুর স্টেডিয়াম

৮. দাবা : ২ থেকে ৭ এপ্রিল, রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট

৯. ক্রিকেট : ১ থেকে ১০ এপ্রিল, সিলেট ও কক্সবাজার

১০. সাইক্লিং : ২ থেকে ৫ এপ্রিল, হাতিরঝিল ও বিকেএসপি

১১. ফেন্সিং : ২ থেকে ৭ এপ্রিল, মিরপুর শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়াম

১২.গলফ : ৬ থেকে ৯ এপ্রিল, কুর্মিটোলা

১৩. জিমন্যাস্টিকস : ২ থেকে ৪ এপ্রিল, জাতীয় ক্রীড়া পরিষদ অডিটরিয়াম

১৪. হ্যান্ডবল : ৩০ মার্চ থেকে ৫ এপ্রিল, হ্যান্ডবল স্টেডিয়াম

১৫. হকি : ২৭ মার্চ থেকে ৯ এপ্রিল : মওলানা ভাসানী স্টেডিয়াম

১৬. জুডো : ৭ থেকে ৯ এপ্রিল, শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়াম

১৭. কাবাডি : ২ থেকে ৯ এপ্রিল, পল্টন কাবাডি স্টেডিয়াম

১৮. কারাতে : ৫ থেকে ৮ এপ্রিল, বান্দরবান

১৯. খো খো : ২ থেকে ৫ এপ্রিল, পল্টন ভলিবল স্টেডিয়াম

২০. রোইং : ৯ এপ্রিল, হাতিরঝিল

২১. রাগবি : ২ থেকে ৫ এপ্রিল, রংপুর

২২. রোলার স্কেটিং : ৫ থেকে ৯ এপ্রিল, পল্টন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স

২৩. সাঁতার : ২ থেকে ৭ এপ্রিল, মিরপুর সুইমিং কমপ্লেক্স

২৪. শুটিং : ২ থেকে ৯ এপ্রিল : গুলশান শুটিং কমপ্লেক্স

২৫. টেবিল টেনিস : ২ থেকে ৬ এপ্রিল, পল্টন শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়াম

২৬. টেনিস : ২ থেকে ৯ এপ্রিল, রাজশাহী

২৭. তায়কোয়ানদো : ৫ থেকে ৮ এপ্রিল, জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়াম

২৮. ভলিবল : ৫ থেকে ৯ এপ্রিল, নড়াইল

২৯. ভারোত্তোলন : ৫ থেকে ৯ এপ্রিল, ময়মনসিংহ

৩০. কুস্তি : ২ থেকে ৪ এপ্রিল : পল্টন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স

৩১. উশু : ৬ থেকে ১০ এপ্রিল, বিকেএসপি

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ