আজকের শিরোনাম :

পৃথ্বী শাহ মাত্র ১৮ বছর বয়সে ভারতীয় দলে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০১৮, ১০:৪৮

ঢাকা, ২৩ আগস্ট, এবিনিউজ : বয়স মাত্র ১৮ বছর ২৮৭ দিন। পৃথ্বী শাহর চেহারায় এখনো কৈশোরের ছাপ।

চোখে-মুখে রাজ্যের কৌতূহল! কিন্তু এ বয়সেই লাইমলাইটে কিশোর ক্রিকেটার। মুম্বাইয়ে এ ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুড়ি ছুটিয়ে যাচ্ছেন। ১৭ বছর বয়সে রঞ্জি ট্রফিতে অভিষেকে সেঞ্চুরি হাঁকানোর পর দিলিপ ট্রফিতেও অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়েছেন পৃথ্বী শাহ। এমন রেকর্ড আছে শুধু শচীন টেন্ডুলকারের। প্রতিভাবান এ ব্যাটসম্যান প্রথমবারের মতো ডাক পেয়েছেন ভারতীয় দলে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টের জন্য তাকে দলে ডেকেছেন নির্বাচকরা। তার সঙ্গে রয়েছেন  আরেক খেলোয়াড় হনুমা বিহারী। দল থেকে বাদ পড়েছেন মুরালি বিজয় ও কুলদ্বীপ যাদব।

ধারাবাহিকভাবে ব্যর্থ মুরালি বিজয়। শেষ ১১ ইনিংসের ছয় ইনিংসে দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি বিজয়। তাই বিজয়কে বাদ দিয়ে তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়ার পক্ষে টিম ম্যানেজম্যান্ট। ৩৪ বছর বয়সি বিজয়ের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন শঙ্কায়।

এছাড়া কুলদ্বীপকে দেশে ফেরত পাঠানো হয়েছে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলার জন্য। ইংলিশ কন্ডিশনে এক স্পিনারই যথেষ্ট। অশ্বিন দলে থাকায় তার প্রয়োজন নেই। পাশাপাশি রয়েছেন রবীন্দ্রর জাদেজাও।

১৮ বছর বয়সি পৃথ্বী শাহ ভারতকে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়েছিলেন। যুব বিশ্বকাপ জয়ের পর থেকে নিয়মিত ‘এ’ দলে খেলে আসছেন। দিল্লির হয়ে খেলছেন আইপিএল। ঘরোয়া ক্রিকেটের হনুমা বিহারীর পারফরম্যান্স বেশ ঈর্ষণীয়। ২৪ বছর বয়সি এ ব্যাটসম্যানের প্রথম শ্রেণির ক্রিকেটে গড় রান ৫৯.৭৯।

দুই ব্যাটসম্যানই কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বেঙ্গালুরুতে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তবে পৃথ্বী শাহর পারফরম্যান্স অসাধারণ, অনন্য। ২০১৭ সালে মুম্বাইয়ের হয়ে অভিষেকের পর থেকে মাত্র ১৪ প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ খেলেছেন। এরই মধ্যে হাঁকিয়েছেন ৭টি সেঞ্চুরি। অন্যদিকে বিহারীর ৬৩ ম্যাচে রয়েছে ১৫ সেঞ্চুরি।

শেষ দুই টেস্টও খেলতে পারবেন না ভুবনেশ্বর কুমার। ব্যাক ইনজুরিতে প্রথম তিন টেস্টেও ছিলেন না ভুবনেশ্বর।

ভারত স্কোয়াড : বিরাট কোহলি, শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, পৃথ্বী শাহ, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রিশভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্রর জাদেজা, জসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ সামি, উমেশ যাদব, শার্দুল ঠাকুর, কারুণ নায়ার, দিনেশ কার্তিক, হনুমা বিহারী।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ