আজকের শিরোনাম :

সাকিব-তামিম নয়, নিজেদের নিয়ে ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১, ১৮:০৭

দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। করোনা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে শীর্ষ ১২ ক্রিকেটার সফর থেকে নিজেদের সরিয়ে নেয়ায় তারুণ্য নির্ভর দল নিয়ে এসেছে ক্যারিবিয়ানরা।

যেখানে নেই জেসন হোল্ডার, কাইরন পোলার্ড ও এভিন লুইসের মতো ক্রিকেটাররা। ক্যারিবিয়ানরা তারুণ্য নির্ভর দল নিয়ে খেললেও সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের নিয়ে গড়া পূর্ণশক্তির বাংলাদেশ দলই খেলবে এবারের সিরিজে।

যদিও পূর্ণশক্তির বাংলাদেশকে নিয়ে ভাবছে না ওয়েস্ট ইন্ডিজ। বরং নিজেদের খেলার দিকেই মনোযোগ দিতে চান তারা। ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচ মনে করেন, তাঁদের নিজেদের কাজটা ঠিকঠাক মতো করতে চান তারা। ডানহাতি এই পেসার বিশ্বাস করেন, ভালো জায়গায় বল করতে পারলে এবং তাঁদের কাজগুলো ঠিকঠাক মতো করতে পারলে বাংলাদেশের বিপক্ষে ভালো সম্ভব।

এ প্রসঙ্গে রোচ বলেন, ‘আমি মনে করি তারা বেশ ভালো দল। তামিম ইকবাল তাদের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান, সাকিব ফিরেছে, মুশফিকুর রহিম আছে, তাদের অধিনায়কও ভালো ব্যাটসম্যান, মাহমুদউল্লাহ আছে... বেশ কিছু ভালো নাম আছে তাদের। যেটা বলেছি আমরা আসলে আমাদের দিকে ফোকাস রাখছি।’

‘আমাদের কাজটা ঠিকঠাক করতে হবে। যদি ভালো পরিকল্পনা করতে পারি, ভালো জায়গায় বল করতে পারি তা আমাদের জন্য সহায়ক হবে। এসব ঠিকমত করতে পারলে আমি মনে করি আমরা সিরিজে ভালো করতে পারবো; তিনি আরও যোগ করেন।’

বাংলাদেশে বরাবরাই স্পিন নির্ভর উইকেট বানানো হলেও পেস বিভাগ নিয়ে বেশ আশাবাদী রোচ। ভালো জায়গায় বল করতে পারলে দলের জয়ে অবদান রাখা সম্ভব বলে তিনি মনে করেন। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘হ্যাঁ অবশ্যই। সবাই জানি বাংলাদেশ সবসময় পেসারদের জন্য কঠিন। তবে আমি যদি পরিকল্পনা ঠিকঠাক প্রয়োগ করতে পারি দলের জয়ে অবদান রাখতে পারবো।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ