আজকের শিরোনাম :

অভিষেক টেস্টে কেভিন ও’ব্রায়েনের সেঞ্চুরি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০১৮, ১৩:০১

ঢাকা, ১৫ মে, এবিনিউজ : নিজ দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম উঠালেন কেভিন ও’ব্রায়েন। পাকিস্তানের বিপক্ষে ডাবলিন টেস্টের চতুর্থ দিন সেঞ্চুরি হাঁকান ও’ব্রায়েন। এর আগে এমন কীর্তি ছিল ৩ জনের। সর্বশেষ নিজ দেশের টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেন বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুল। সেটি ২০০০ সালে, ঢাকায়।

পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয় দিন থেকে খেলা মাঠে গড়ালে আইরিশরা পরের দিন এক পর্যায়ে ফলো অনে পড়ে। প্রথম ইনিংসে পাকিস্তান ৯ উইকেটে ৩১০ রান করে ইনিংস ঘোষণা করে। বিপরীতে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ১৩০ রানে গুটিয়ে যায়।

এর পর ফলো অনে পড়ে কেভিন ও’ব্রায়েনের সেঞ্চুরিতে লড়াইয়ে ফিরেছে আইরিশরা। ৭ উইকেটে ৩১৯ রান করে চতুর্থ দিনের খেলা শেষ করেছে আয়ারল্যান্ড। ইতিহাস গড়া ও’ব্রায়েন ১১৮ রানে অপরাজিত রয়েছেন।

ও’ব্রায়েন ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েন। সেই সেঞ্চুরির পর ৩৪ বছর বয়সী ও’ব্রায়েনের এটি প্রথম সেঞ্চুরি। চতুর্থ দিন শেষে ২১৬ বলের ইনিংসে ১২টি চার হাঁকান ও’ব্রায়েন।

এর আগে দেশের অভিষেকে টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়া তিনজন হলেন- অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যান, জিম্বাবুয়ের ডেভ হটন ও বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুল। ১৮৭৭ সালে ইতিহাসের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ব্যানারম্যান। ১৯৯২ সালে ভারতের বিপক্ষে ডেভ হটন খেলেছিলেন ১২১ রানের ইনিংস। আর ভারতের বিপক্ষে ২০০০ সালে নিজ দেশের অভিষেক টেস্টে ১৪৫ রানের ইনিংস খেলেন বুলবুল।

সব মিলে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা ১০৫তম ক্রিকেটার ও’ব্রায়েন। 

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ