আজকের শিরোনাম :

১৮ আগস্ট ইন্দোনেশিয়ায় শুরু হচ্ছে এশিয়ান গেমস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০১৮, ১৯:৩৩

ঢাকা, ১৪ মে, এবিনিউজ : আগামী ১৮ আগস্ট ইন্দোনেশিয়ায় শুরু হচ্ছে এশিয়ান গেমস। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ১৮তম আসরের ক্ষণ গণনা।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ১৮ আগস্ট জমকালো আয়োজনে হবে উদ্বোধনী অনুষ্ঠান। পুরো বিশ্বকে এশিয়ান গেমসের খবর জানিয়ে দিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ১০০ দিনের ক্ষণ গণনা। এ উপলক্ষ্যে আয়োজন করা হয় জমকালো র‌্যালির।

র‌্যালিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্বতস্ফূর্তভাবে অংশ নেন। এবারের এশিয়ান গেমসে ৪০টি ক্রীড়ার ৪৬২টি ইভেন্টে অংশ নেবেন ক্রীড়াবিদরা। আসর শেষ হবে ২ সেপ্টেম্বর।

৬০ বছর আগে এশিয়ান গেমসের আয়োজক হয়েছিলো ইন্দোনেশিয়া। আবারো এ আসরের আয়োজক হওয়ায়, সফলভাবে তা শেষ করতে চায় ইন্দোনেশিয়া।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ