আজকের শিরোনাম :

রাহুল-জাদেজার ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল ভারত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ১৬:৩৩

শেষ ওয়ানডে জিতলেও ২-১ ব্যবধানে সিরিজ হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করেছে ভারত। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মাঠে নেমেছে তারা। ক্যানবেরার মানুকা ওভালে আগে ব্যাট করে লোকেশ রাহুলের ফিফটি ও জাদেজার ঝড়ো ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ পেয়েছে দলটি। ২০ ওভারে ৭ উইকেটে ১৬১ রান সংগ্রহ করেছে তারা।

টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত। ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় তারা। দলীয় ১১ রানে ওপেনার শেখর ধাওয়ানকে হারায় সফরকারীরা। এদিন ব্যর্থ হন অধিনায়ক কোহলিও। ৯ বলে ৯ রান করে আউট হন তিনি।

অভিজ্ঞ দুই ব্যাটসম্যান আউট হওয়ার পর দলের চাপ সামাল দেন লোকেশ রাহুল ও সাঞ্জু স্যামসন। ১৫ বলে ২৩ রান করে আউট হন স্যামসন। রাহুল তুলে নেন ফিফটি। ৪০ বলে ৫ চার ও ১ ছয়ে ৫১ রান করেন এ ব্যাটসম্যান।

শেষদিকে ব্যাট হাতে ঝর তোলেন রবীন্দ্র জাদেজা। ২৩ বলে ৫ চার ও ১ ছয়ে ৪৪ রান করেন তিনি। এছাড়া হার্দিক পান্ডিয়া করেন ১৫ রান। ফলে ২০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেতে ১৬১ রান।

অজি বোলার হেনরিকস ৪ ওভারে মাত্র ২২ রানের বিনিময়ে নেন তিন উইকেট। এছাড়া মিচেল স্টার্ক নেন ২ উইকেট।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ