আজকের শিরোনাম :

এবার বাংলাদেশ থেকে ফেসবুকে দেখা যাবে লা লিগার খেলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০১৮, ১৩:৫৮

ঢাকা, ১৪ আগস্ট, এবিনিউজ : বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানুষ এখন থেকে ফেসবুকের মাধ্যমে স্প্যানিশ ফুটবল লা লিগার খেলা দেখতে পারবেন।

সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি একটি বিশেষ চুক্তি স্বাক্ষর করেছে, ফলে লা লিগার পরবর্তী তিনটি সিজনের প্রতিটি খেলা সরাসরি দেখা যাকে ফেসবুকের মাধ্যমে।

এই খেলা ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা ও পাকিস্তান থেকে দেখা যাবে।

এর স্বত্বাধিকার আগে ছিল সনি পিকচারস নেটওয়ার্কের।

তবে এ চুক্তির শর্তাবলি কী সেগুলো প্রকাশ করা হয়নি।

এই অঞ্চলে ফেসবুকের ৩৪৮ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে, তার মধ্যে ভারতেই আছে ২৭০ মিলিয়ন।

এটাই ফেসবুক এবং টেক ইন্ডাস্ট্রির সঙ্গে সর্বশেষ পদক্ষেপ। এখানে বিশাল অঙ্কের অর্থের বিনিয়োগ রয়েছে উদীয়মান এই লাইভ স্ট্রিমিং সার্ভিসের জন্য।

মার্কিন যুক্তরাষ্ট্রের দর্শকের জন্য ইতোমধ্যেই বেসবলের বড় খেলাগুলো দেখাচ্ছে ফেসবুক। যার প্রতিটি খেলার মূল্য ১০ লাখ ডলার।

ফেসবুকের গ্লোবাল লাইভ স্পোর্টসের পরিচালক রয়টারর্সকে বলেছেন, লা লিগার স্ট্রিমিং প্রথমে কোনো বিজ্ঞাপন ছাড়াই যাবে। কিন্তু বিবেচনা করা হচ্ছে ভবিষ্যতে কিভাবে আরও ভালো করে বাস্তবায়ন করা যায়।

পিটার হুটন এই নিউজ এজেন্সিকে বলেন ‘এটা একটা চুক্তি। এটা এমন নয় যে ব্রডকাস্ট ওয়ার্ল্ডের জন্য এটা একটা বড় হুমকি।’

ফেসবুক লা লিগা চুক্তি গ্লোবাল ট্রেন্ডের একটা অংশ।
সূত্র : বিবিসি

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ