আজকের শিরোনাম :

ঢাকা-খুলনার ঘুরে দাঁড়ানোর লড়াই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ১৭:৩১

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগের হিসাব-নিকাশ সব যেন বদলে গেছে টুর্নামেন্ট মাঠে গড়ানোর পর। কাগজে-কলমে সবচেয়ে সবচেয়ে শক্তিশালি দল ভাবা হয়েছিল খুলনাকে। মাঠের ক্রিকেটে তার প্রমান মেলেনি।

তারুণ্য নির্ভর দল হলেও ভালো কিছুর আশা ছিল বেক্সিমকো ঢাকাকে নিয়েও। কিন্তু টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে হেরে গেছে মুশফিকুর রহিমের দল। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় তাঁরা মুখোমুখি হচ্ছে খুলনার বিপক্ষে। দুই দলের জন্যই এটা ঘুরে দাঁড়ানোর লড়াই।

টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে জয়ের পথেই ছিল ঢাকা। তবে শেষ ওভারে মেহেদি হাসানের দুর্দান্ত বোলিংয়ের কাছে হারতে হয় তাদের। এরপর দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে পাত্তাই পায়নি তারা।

মাত্র ৮৮ রানে অলআউট হওয়ার পর ম্যাচ হারে ৯ উইকেটের বড় ব্যবধানে। খুলনার বিপক্ষে ওই ম্যাচের ব্যাটিং ব্যর্থতা ভুলে ব্যাটসম্যানদের কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশা থাকবে ঢাকার। যেখানে দলটির মূল ভরসার নাম অধিনায়ক মুশফিকুর রহিম। এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তানজিদ হাসান তামিম, আকবর আলীদের ব্যাটেও রান দেখতে চাইবে দলটি।

অন্যদিকে প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে জয় পেলেও এরপরই ছন্দপতন ঘটে খুলনার। সর্বশেষ ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে হারে ৯ উইকেটের বড় ব্যবধানে। জাতীয় দলের বেশ কয়েক জন তারকা ক্রিকেটারকে নিয়ে দল সাজিয়েছে খুলনা।

এখনো তারা কেউই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। এই ম্যাচে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদের চেনা ছন্দটাই চাইবে খুলনা।

বেক্সিমকো ঢাকার সম্ভাব্য একাদশ:

মুশফিকুর রহিম (অধিনায়ক), নাইম শেখ, তানজিদ হাসান তামিম, রুবেল হোসেন, নাসুম আহমেদ, আকবর আলী, ইয়াসির রাব্বি, সাব্বির হোসেন, মেহেদি রানা, মুক্তার আলি, নাইম হাসান।

জেমকন খুলনার সম্ভাব্য একাদশ:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, রিশাদ হোসেন, আল আমিন হোসেন, জহুরুল হক অমি, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম ও শহীদুল ইসলাম।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ