আজকের শিরোনাম :

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ১৯:০৮

মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল দেশের ফুটবল। বাংলাদেশের ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে পুনরায় কাজী সালাউদ্দিন নির্বাচিত হওয়ার পরই উদ্যোগ নেন মাঠে ফুটবল ফেরানোর। সে লক্ষ্যে নেপালের বিপক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সিরিজের আয়োজন করে বাফুফে।

নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথমটি ২-০ গলের ব্যবধানে জিতে নেয় জামাল ভূঁইয়ারা। দ্বিতীয় ম্যাচটি হয় গোলশূন্য ড্র। দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। ফুটবল দল দারুণ এ পারফরম্যান্সের ফলও পেয়েছে হাতেনাতে। ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ।

বিষয়টি এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। সেখানে বলা হয়েছে, ২০২০ সালের ২৬ নভেম্বর ফিফা প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দল তিন ধাপ এগিয়েছে।

নতুন র‍্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৪তম। এর আগে জামাল ভূঁইয়াদের অবস্থান ছিল ১৮৭।

কাতার বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে বর্তমানে সেই দেশে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাদের বিপক্ষে মাঠে নামবে জেমি ডের শিষ্যরা। এর আগে নেপালের বিপক্ষে দুই ম্যাচের প্রথমটিতে ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ। পরেরটি গোল শূন্য ড্র হয়।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ