আজকের শিরোনাম :

শিরোপার লড়াইয়ে মুখোমুখি মাহমুদউল্লাহ-নাজমুল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ১১:৪৩ | আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১২:৩৩

তিন দলের টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল রবিবার। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি হওয়ার কথা ছিল শুক্রবার। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি দুই দিন পিছিয়ে রবিবার অনুষ্ঠিত হচ্ছে। নাজমুল একাদশ ও মাহমুদউল্লাহ একাদশের মধ্যকার ফাইনাল ম্যাচটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা দেড়টায় শুরু হবে।

বিসিবি প্রেসিডেন্টস কাপের শিরোপা নির্ধারণী ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এ ছাড়া দেখা যাবে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে।

নাজমুল একাদশ পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে এক ম্যাচ আগেই নিশ্চিত করেছে ফাইনাল। চার ম্যাচে তিন জয়ে নাজমুল একাদশের পয়েন্ট ছিল ৬। অন্যদিকে টুর্নামেন্টের ফাইনালে যেতে জয়ের বিকল্প ছিল না তামিম একাদশের সামনে। কিন্তু হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা। চার ম্যাচে কেবল এক জয়ে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান ছিল তামিমদের। ফাইনালের আরেক দল মাহমুদউল্লাহ একাদশ দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছে লিগ পর্ব।

রোমাঞ্চকর এক ফাইনাল দেখার অপেক্ষায় আছেন ক্রিকেটপ্রেমীরা। ম্যাচটি কতখানি রোমাঞ্চকর হবে পুরোটাই নির্ভর করছে ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর, বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানদের ওপর। এমনিতেই পুরো টুর্নামেন্টে ব্যাটসম্যানদের সংগ্রাম করতে হয়েছে। এর ওপর গত কয়েকদিনের টানা বৃষ্টিতে উইকেটের অবস্থা যাচ্ছে তাই। বৃষ্টিতে ব্যাটসম্যান-বান্ধব উইকেট যে হচ্ছে না সেটা বলাই যায়!

তারপরও ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় আছেন চার-ছক্কার ফুলঝুড়ি দেখার। এখন মাহমুদউল্লাহ, লিটন, সৌম্য, সাব্বির, ইমরুল, মুশফিক, নাজমুল, সাইফরা জ্বলে উঠলেই ভক্তদের প্রত্যাশা পূরণ হবে। পুরো টুর্নামেন্ট জুড়েই টপ অর্ডার ছিল ব্যর্থ, অন্তত ফাইনালে সেই ব্যর্থতা ঝেড়ে ভালো করবেন ক্রিকেটাররা সেই অপেক্ষাতেই সময় কাটছে ক্রিকেটপ্রেমীদের। অবশ্য দুই দলর ক্রিকেটাররাও রোমাঞ্চকর একটি ফাইনাল উপহার দিতে চান। সংবাদমাধ্যমকে মাহমুদউল্লাহ একাদশের পেসার রুবেল হোসেন বলেছেন, ‘এটা তো আসলে ফাইনাল ম্যাচ। যে লেভেলেরই হোক না কেন, ফাইনাল তো ফাইনালই। আমরা ফাইনাল নিয়ে অতটা চিন্তিত না। কারণ এর আগে আমরা অনেক ফাইনাল খেলেছি। আমাদের নরমাল প্রস্তুতি এর আগে যেমন ছিল এর আগের ম্যাচগুলোতে, সেভাবেই আমাদের প্রস্তুতি নেওয়া আছে। অবশ্যই কাল (বুধবার) জয়ের জন্যই মাঠে নামবো।’

রুবেলের মতো তাসকিনও তার দলের জয়ের ব্যাপারে আশাবাদী, ‘ফাইনালে ইন শাআল্লাহ লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। কারণ আমাদের দল চারটার মধ্যে তিন ম্যাচে জিতেছে। আর সবাই অনেক এফোর্ট দিচ্ছে এবং অনেক পরিশ্রম করছে। মাঠে আমরা সবাই ফিল্ডিং বলেন, ব্যাটিংয়ে বলেন সবাই সবার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করছে। ফাইনালেও এই চেষ্টা থাকলে চ্যাম্পিয়ন না হওয়ার কারণ তো দেখি না।’

ফাইনালের দুই দল
মাহমুদউল্লাহ একাদশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আবু হায়দার, সুমন খান, ইবাদত হোসেন, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম।

নাজমুল একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ, মুকিদুল ইসলাম, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ