আজকের শিরোনাম :

মৌসুমের প্রথম এল ক্লাসিকো আজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ০৯:৫৩

লা লিগায় আগের ম্যাচে হেরেছে রিয়াল-বার্সা দুদলই। চার ম্যাচ খেলে ৭ পয়েন্টে বার্সা টেবিলের নয়ে। এক ম্যাচ বেশি খেলা রিয়ালের পয়েন্ট তিন বেশি, অবস্থান তিন নম্বরে। টেবিলে ওপরে উঠতে দুই দলের জন্যই ম্যাচটা তাই বেশ গুরুত্বপূর্ণ ন্যু ক্যাম্পে খেলা শুরু শনিবার রাত ৮টায়।

কাতালুনিয়ায় শনিবারের ভোরটা একটু অন্যরকম। পুরো বিশ্বের নজর থাকবে বার্সেলোনায়। নির্দিষ্ট করে বললে ন্যু ক্যাম্পে। তবে কান পাতলেই হয়তো শোনা যাবে দীর্ঘশ্বাস। ন্যু ক্যাম্পে আসছে রিয়াল। ভরে ওঠার কথা পুরো স্টেডিয়াম। তবে, করোনায় বদলে গেছে পৃথিবী। এল ক্লাসিকো তাই কিছুটা নিরামিশ।

তবে, ইতিহাস বলে এল ক্লাসিকোতে নিয়ামকের অভাব হয় না। দুই দলেই যে কোন কালে সুপারস্টারের কমতি ছিল না। মেসি-রোনাল্দো দ্বৈরথের যবানিকা টেনে সি আর সেভেন চলে গেছেন, তবে উত্তেজনা কমে নি এক ফোটাও। রিয়াল-বার্সায় শূণ্যস্হান পূরণে সময় লাগে না। মেসি আছেন, ফাতিরা উঠে এসেছেন। রোনাল্দোর জায়গায় রিয়ালেও তরুণদের আগমনী বার্তা শোনা যাচ্ছে। গেলবার লা লিগা জিতে সেই প্রমাণও ওরা দিয়েছে।

তবে, ক্লাসিকোর আগে রিয়াল শিবির কিছুটা ব্যাকফুটে। লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে হেরেছে ব্যাক টু ব্যাক ম্যাচ। ইনজুরি লিস্টটাও লম্বা। হ্যাজার্ড, কারভাহাল, ওডেগার্ড, মারিয়ানো দিয়াজ সবাই মাঠের বাইরে। তবে, কমবে জিদানের কপালে চিন্তার ভাজ। চোট কাটিয়ে যে ফিরছেন রামোস।

বার্সেলোনার অতশত সমস্যা নাই। লা লিগায় শেষ ম্যাচটা ১ গোলে হারলেও চ্যাম্পিয়ন্স লিগে ওরা জিতেছে ৫-১ গোলের বড় ব্যবধানে। গোলকিপার টার স্টেগান নাই। তবে চোট কাটিয়ে ফিরেছেন আলবা। পিয়ানিচ-ডেম্বেলারাও ম্যাচ ফিট। মেসির সাথে ফাতি আছেন ফর্মে। কোম্যানের একটাই সমস্যা গ্রিজম্যানের ফর্মে না থাকা।

পেছনে ফিরি, গেল মৌসুমে প্রথম ম্যাচটা হয়েছিলো ড্র, পরেরটা জেতে রিয়াল। ট্রফি পায় ওরাই। আগের মৌসুমে দুই ম্যাচই জেতে বার্সা, দখল নেয় শিরোপার।

ম্যাচটা হতে পারে তিন পয়েন্টের তবে একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াইয়ে যে হাসে শেষ হাসি, আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে তারাই তো যায় এগিয়ে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ