আজকের শিরোনাম :

শামিকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রীতি জিনতা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ২০:০৭

ক্রিকেট মাঠে দুর্দান্ত পারফর্মেন্স ধরে রেখেছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। রবিবার কিংস ইলেভেন পাঞ্জাব বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের রোমহর্ষক ম্যাচে তিনিই ছিলেন নায়ক। দুই দলই স্কোরবোর্ডে ১৭৬ তোলে। তারপরেই খেলা গড়ায় সুপার ওভারে। কে জানত হেভিওয়েট মুম্বাইয়ের সঙ্গে আন্ডারডগ কিংসদের ম্যাচ এমন উত্তেজনার স্তরে পৌঁছাবে। সুপার ওভারেই দুর্দান্ত বোলিংয়ের নিদর্শন দেখান দুই দলের দুই পেসার জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ শামি।

সুপার ওভারে প্রথমে লোকেশ রাহুল এবং নিকোলাস পুরান স্কোরবোর্ডে মাত্র ৫ রান তোলে। ইয়র্কার সম্রাট জসপ্রীত বুমরার দুর্দান্ত বোলিংয়ের সামনে একটাও বাউন্ডারি হাঁকাতে পারেননি দুই কিংস ব্যাটসম্যান। এরপরে সর্বোচ্চ স্তরের বোলিংয়ের উদাহরণ তুলে ধরেন শামি। ৫ রান ডিফেন্ড করতে গিয়ে দুই বিধ্বংসী ব্যাটসম্যান ডিকক এবং রোহিত শর্মাকে আটকে রাখেন। খেলা আবার টাই হয়ে যায়। ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে।

ইতিহাসের প্রথম 'দ্বিতীয় সুপার ওভারে' কিংসদের হয়ে ক্রিস জর্ডান দেন ১১ রান। সেই রান তাড়া করে চার বলেই জয় ছিনিয়ে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। অসামান্য বোলিং পারফরমেন্সের সুবাদে শামির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কিংস মালকিন প্রীতি জিনতা। তিনি টুইটারে লিখেন, 'কেউ ভাবতেই পারবে না, শান্ত শিষ্ট স্বভাবের শামি মাঠে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। গতকাল (রবিবার) জয়ের মূল কারিগর শামি। তোমার দুর্দান্ত বোলিং না থাকলে আমরা জয়ের ফিনিশিং লাইন স্পর্শই করতে পারতাম না। তোমাকে অজস্র ধন্যবাদ।'

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ