আজকের শিরোনাম :

নারী লাইন্সম্যানের গায়ে হাত দিয়ে বিতর্কে আগুয়েরো

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ১০:৩৩

লাইন্সম্যানের গায়ে হাত দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। গত ১৮ অক্টোবর প্রিমিয়ার লিগের ম্যাচে এ বিতর্কের জন্ম দেন তিনি।

নিজেদের ঘরের মাঠ ইতিহাস স্টেডিয়ামে আগুয়েরোর ম্যাঞ্চেস্টার সিটি আর্সেনালকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে। কিন্তু খেলার মধ্যে একটি থ্রো-ইনকে কেন্দ্র করে নারী লাইন্সম্যানের গায়ে হাত দেন তিনি।

ঘটনাটি খেলার বিরতির ঠিক আগেই। ম্যান সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে মহিলা সহকারী রেফারি সিয়ান ম্যাসি-এলিস আর্সেনালের পক্ষে থ্রো-ইনের জন্য পতাকা তুলেছিলেন। আগুয়েরোর মনে হয়েছিল থ্রো-ইন তাদের পক্ষে যাবে। প্রথমে তিনি বিষয়টি নিয়ে ম্যাসি-এলিসের সঙ্গে তর্কে জড়ান। এরপর তাঁর কাঁধে হাত রাখেন। এরপর তিনি তাঁর পিঠও স্পর্শ করেন। বিষয়টি স্বাভাবিকভাবেই ম্যাসি-এলিসের পছন্দ হয়নি। তিনি তৎক্ষণাৎ আগুয়েরোর হাত সরিয়ে দেন।

বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মনে করছেন, এভাবে একজন মহিলা রেফারির কাঁধে ও পিঠে হাত রাখা ঠিক হয়নি আগুয়েরোর। খেলা শেষে মিডিয়াও এই প্রশ্ন তোলে। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আগুয়েরোর পক্ষেই কথা বলেছেন ম্যান সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। তিনি একটু রেগেই বলেছেন, ‘‘আরে থামুন, আমার দেখা সবচেয়ে ভাল মানুষ সার্জিও। অন্য কিছুতে সমস্যা খুঁজুন, এটা নিয়ে বেশি কথা বাড়াবেন না!’’

আরও পড়ুন: বেতনে সংসার না চলায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ ব্রিটিশ প্রধানমন্ত্রীর

ম্যান সিটি কোচ তাঁর অন্যতম সেরা খেলোয়াড়ের পাশে দাঁড়ালেও বিষয়টি ভালো লাগেনি ইংল্যান্ডের প্রাক্তন স্ট্রাইকার ইয়ান রাইটের। তিনি জানিয়েছেন, ‘‘রেফারি পুরুষ হোক বা মহিলা, নিয়ম অনুযায়ী কোনও ফুটবলার তাঁর শরীর স্পর্শ করতে পারবে না। যদি কেউ এমন করেন তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ।’’

আর্সেনাল কোচ মিকেল আর্তেতাও আগুয়েরোর কাণ্ড নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তিনি বরং রেফারির সমালোচনা করে বলেছেন, ‘‘রেফারিং ঠিক হয়নি। বিপক্ষ দলের ফুটবলাররা অহেতুক মেরেছে, সেটি দেখলই না রেফারি, জানি না ওরা কী করে দায়িত্ব পালন করলেন!’’

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ