আজকের শিরোনাম :

জাতিসংঘ দৈনন্দিন যেসব কাজ করে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০, ১০:৩২

ছবি- সংগৃহীত
জাতিসংঘের অপর নাম রাষ্ট্রসংঘ। বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। 

এটি ১৯২০ সালে প্রতিষ্ঠিত এবং পরবর্তীতে লুপ্ত লীগ অব নেশন্সের স্থলাভিষিক্ত হয়। বিশ্ব নেতাদের মধ্যে কয়েক বছর ধরে আলোচনা চলার পর ১৯৪৫ সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে জাতিসংঘ।  সে হিসেবে এ বছর ৭৫এ পা দিলো সংস্থাটি। জাতিসংঘের দৈনন্দিন কাজের কথা তুলে ধরা হচ্ছে-

> ৮৩ দেশের সাড়ে আট কোটির বেশি মানুষকে খাবার ও সহায়তা দেয় জাতিসংঘ।

> বিশ্বের প্রায় অর্ধেক শিশুর জন্য টিকা সরবরাহ করে। এর ফলে বছরে প্রায় ৩০ লাখ শিশুর জীবন রক্ষা পায়।

> যুদ্ধ, দুর্ভিক্ষ ও নির্যাতন থেকে রক্ষা পেতে পালানো আট কোটির বেশি মানুষের নিরাপত্তার ব্যবস্থা করে জাতিসংঘ। তাদের বিভিন্ন সহায়তাও দিয়ে থাকে।

> বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসের নীচে রাখতে ১৯৬টি দেশের সঙ্গে কাজ করছে জাতিসংঘ।

> সারা বিশ্বে পরিচালিত ১৩টি শান্তিরক্ষা মিশনে ৯৫ হাজার নিরাপত্তা সদস্য নিয়োজিত আছেন। এর মধ্যে বাংলাদেশি শান্তিরক্ষীর সংখ্যা ছয় হাজার ৭৩১ জন, যা সবচেয়ে বেশি।

> বিশ্বের প্রায় ২২০ কোটি মানুষ পানি সমস্যায় রয়েছে। এই সমস্যা লাঘবে কাজ করছে জাতিসংঘ।

> ৮০টি চুক্তি/ডিক্লারেশনের মাধ্যমে সারা বিশ্বে মানবাধিকার রক্ষায় কাজ করছে জাতিসংঘ।

> প্রায় ১১ কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিতে ২৮.৮ বিলিয়ন ডলার চেয়েছে জাতিসংঘ। এই অর্থ পেতে কাজ করছে সংস্থাটি।

> প্রতিবছর প্রায় ৫০টি দেশে নির্বাচন আয়োজনে সহায়তা করে জাতিসংঘ। এই সময় সংঘাত এড়াতে কূটনীতিও কাজে লাগায় সংস্থাটি।

> মাসে প্রায় ২০ লাখ নারীকে গর্ভধারণ ও সন্তান প্রসব সংক্রান্ত জটিলতার সময় সহায়তা প্রদান করে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গত ৭৫ বছরে জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য হচ্ছে, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর শক্তিগুলোর মধ্যে সামরিক সংঘাত এড়াতে সক্ষম হওয়া।

২০১৬ সালের তথ্যানুসারে, জাতিসংঘ বা রাষ্ট্রসংঘের সদস্য সংখ্যা ১৯৩। বিশ্বের প্রায় সব স্বীকৃত রাষ্ট্রই এর সদস্য। তবে উল্লেখযোগ্য ব্যতিক্রম হলো তাইওয়ান (প্রজাতন্ত্রী চীন), ভ্যাটিকান সিটি। 

এছাড়াও অন্যান্য কিছু অস্বীকৃত এলাকার মধ্যে রয়েছে ট্রান্সনিস্ট্রিয়া ও উত্তর সাইপ্রাসের তুর্কি প্রজাতন্ত্র। জাতিসংঘে যোগদানকারী সর্বশেষ সদস্য রাষ্ট্র হলো দক্ষিণ সুদান (২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম) যোগদান করে।

 

এবিএন/ইমরান/জসিম/এসই 

এই বিভাগের আরো সংবাদ