আজকের শিরোনাম :

মিউটেশন হওয়া করোনাভাইরাস তুলনামূলক কম মারণঘাতী

  আল জাজিরা

২০ আগস্ট ২০২০, ০৯:৫৯ | অনলাইন সংস্করণ

গোটা পৃথিবী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত। এ ভাইরাসের বিস্তার ও প্রকৃতি সম্পর্কে প্রতিদিনই নতুন নতুন খবর সামনে আসছে। এবার জানা গেছে ইউরোপ, উত্তর আমেরিকা  ও এশিয়ার কিছু অংশে নভেল করোনাভাইরাসের ক্রমবর্ধমান মিউটেশন (বিবর্তন) দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এটি অনেক বেশি সংক্রামক, যদিও তুলনামূলকভাবে কম মারণঘাতী। সম্প্রতি এ খবর জানিয়েছেন একজন বিশিষ্ট সংক্রামক রোগ বিশেষজ্ঞ।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সিনিয়র কনসালট্যান্ট পল তামবায়াহ বলেন, হাতে থাকা প্রমাণগুলো বলছে বিশ্বের কিছু অংশে ডি৬১৪জি মিউটেশন ঘটার কারণে সেসব অঞ্চলে মৃত্যুহার ব্যাপকভাবে কমে গেছে। এ কারণে ভাইরাসটি সেখানে কম মারাত্মক দেখাচ্ছে। তামবায়াহ রয়টার্সকে বলেন, সম্ভবত এটা খুব ভালো দিক যে ভাইরাসটি অধিক সংক্রামক কিন্তু কম মারণঘাতী।

তিনি বলেন, বেশির ভাগ ভাইরাস যতই মিউটেট হবে ততই তার তীব্রতা হ্রাস পেতে থাকবে। ভাইরাসের উদ্দেশ্য হলো অনেক মানুষকে সংক্রমিত করা, তাদের মেরে ফেলা নয়। কারণ ভাইরাস হোস্টের (বাহক) ওপর নির্ভর করে খাবার ও আশ্রয়ের জন্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছিল, মিউটেড ভাইরাস অধিক মাত্রায় তীব্র এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ