আজকের শিরোনাম :

দেশে ফিরলেন কায়রোতে আটকে পড়া ৪১ বাংলাদেশি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২০, ১১:২৩

করোনাভাইরাসের কারণে মিশরের কায়রোতে আটকে পড়া ৪১ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

আজ শনিবার (৪ জুলাই) সকাল ৭টা ৩০ মিনিটে মিশরের রাজধানী কায়রো থেকে ৪১ যাত্রী নিয়ে বিমানের বিশেষ (চার্টার) ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, মিশর ফেরত সবাই হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন। তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, করোনার কারণে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া, করোনার কারণে দেশে আটকে পড়া প্রবাসীদেরও কর্মস্থলে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি। লন্ডন রুটে সপ্তাহের প্রতি রোববার যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ