আজকের শিরোনাম :

সিটি করপোরেশনই খাদ্যের মান যাচাই করতে পারবে: তাপস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ১৬:২৪

ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস একথা বলেন, এখন থেকে সিটি করপোরেশন কর্তৃপক্ষই খাদ্যের মান যাচাই করতে পারবেন। আজ বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে রাজধানীর ফুলবাড়িয়ায় খাদ্য পরীক্ষাগার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, এর আগে বিভিন্ন কোম্পানির পণ্যকে জরিমানা করতে যেতাম, তারা মামলা করে দিত। নির্ণয় না করে আমরা জরিমানা করতে পারি না বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না। এরকম অনেক মামলা বিভিন্ন জায়গায় পেন্ডিং আছে।

তিনি আরো বলেন, ফুলবাড়িয়ায় খাদ্য পরীক্ষাগারের মাধ্যমে আমরা মান-নির্ণয় করে যথাযথ ব্যবস্থা নিতে পারবো।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ