আজকের শিরোনাম :

আবুধাবীতে আটকে পড়া আরো ১৫২ বাংলাদেশি দেশে ফিরলেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২০, ১০:০৬

ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে ফিরেছেন আরো ১৫২ বাংলাদেশি।

আজ বুধবার (১ জুলাই) সকাল ৮টা ২০মিনিটে চার্টার্ড ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

কোভিড-১৯ এর কারণে উদ্ভূত পরিস্থিতিতে মধ্য প্রাচ্যের এ দেশটিতে দীর্ঘদিন আটকা পড়েন বাংলাদেশি নাগরিকরা। নাগরিকদের ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এই চার্টার্ড ফ্লাইটের উদ্যাগ নেয়। ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহা-ব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (৩০ জুন) ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরেন আরও ১৪০ বাংলাদেশি।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ