আজকের শিরোনাম :

রাত ১২টা থেকে বুড়িগঙ্গা-১ সেতুতে যান চলাচল স্বাভাবিক হচ্ছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২০, ২১:৩৪

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় উদ্ধার অভিযানে যাওয়ার পথে উদ্ধারকারী জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় বুড়িগঙ্গা-১ সেতুটি। বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের ধাক্কায় বুড়িগঙ্গা-১ সেতুর ক্ষতিগ্রস্ত গার্ডারের জরুরি মেরামত কাজ চলছে। সেতু পরিদর্শন করে সড়ক ও জনপথ বিভাগের বিশেষজ্ঞ দল জানিয়েছেন, রাত ১২টায় সেতুটি সীমিত পর্যায়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

এদিকে, সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত করায় মামলা করা হবে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগের পরিদর্শক দল। প্রত্যয় জাহাজের চালকের ভুলেই ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ধারণা তাদের। ভরা বর্ষায় নদীর পানি বেড়ে যাওয়ায় বুড়িগঙ্গা-১ সেতুর সামনে আটকে যায় উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। সেতুটির নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রত্যয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত সেতুটির কিছু অংশ ভেঙে পড়ে। ক্ষতি হয়েছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়েরও।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ