আজকের শিরোনাম :

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: আজ ও আগামীকাল প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২০, ০৯:৩৬ | আপডেট : ৩০ জুন ২০২০, ০৯:৪৭

বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি আজ মঙ্গলবার (৩০ জুন) এবং আগামীকাল বুধবার (০১ জুলাই) বিকেল ৩টার দিকে সদরঘাটে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ করবে।

কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন) মো. রফিকুল ইসলাম খান ঘটনার প্রত্যক্ষদর্শীদের উক্ত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তদন্ত কমিটি আগামী সাত দিনের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে বলে জানান মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।

এদিন সকাল সাড়ে ৯টার দিকে ৫০ জন যাত্রী নিয়ে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। রাত ৮টা  পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়।

লঞ্চ দুর্ঘটনার কারণ উদ্ঘাটন, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি/সংস্থাকে শনাক্তকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় উল্লেখ করে সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি আগামী সাত দিনের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ