আজকের শিরোনাম :

হজ নিবন্ধনের টাকা ফেরত দেয়া হবে ১২ই জুলাই থেকে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২০, ১৬:০৯ | আপডেট : ২৪ জুন ২০২০, ১৭:১৩

বাংলাদেশ থেকে সৌদি আরবে হজে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন, তারা টাকা ফেরত পাবেন এবং ১২ই জুলাই থেকে টাকা ফেরত দেয়া হবে। এ তথ্য নিশ্চিত করেছেন হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। দুপুরে অনলাইনে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। টাকা ফেরত পেতে অনলাইনে আবেদন করতে হবে। 

এ বছর সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৪৫৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৩৭ নিবন্ধন সম্পন্ন করেছিলেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে সোমবার সৌদি আরব সিদ্ধান্ত নিয়েছে সীমিত আকারে হজ পালনের। 

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার অন্য দেশ থেকে কেউ হজ করতে পারবেন না। সৌদি আরব মঙ্গলবার বলছে, করোনাভাইরাসের কারণে কেবলমাত্র 'খুব সীমিত সংখ্যক' লোককে এ বছর হজ করার অনুমতি দেয়া হবে। যেখানে প্রতিবছর বিশ্ব থেকে প্রায় ২০ লাখ লোক একসাথে হজ পালন করে।

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলছে, 'হজে অংশ নিতে পারবেন সৌদিতে অবস্থান করা বিভিন্ন দেশের খুবই অল্প সংখ্যক মানুষ।'

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ