আজকের শিরোনাম :

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ৬ ডিসি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২০, ২০:১৭

জনপ্রশাসনে এবার উপ-সচিব থেকে যুগ্ম-সচিব পদে ১২৩ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এ পদোন্নতির তালিকায় ৬ জন জেলা প্রশাসক (ডিসি) এবং সরকারের ৪ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার একান্ত সচিব (পিএস) রয়েছেন।

শুক্রবার (৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যুগ্মসচিব পদে পদোন্নতির আদেশ জারি করা হয়।

যুগ্ম-সচিব পদে পদোন্নতি পেয়েছেন- মাদারীপুরের ডিসি মো. ওয়াহিদুল ইসলাম, বগুড়ার ডিসি ফয়েজ আহাম্মদ, ঢাকার ডিসি আবু ছালেহ মুহাম্মদ ফেরদৌস খান, নোয়াখালীর ডিসি তন্ময় দাস, যশোরের ডিসি মোহাম্মদ শফিউল আরিফ ও রাজশাহীর ডিসি মো. হামিদুল হক।

অপরদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর একান্ত সচিব গৌতম চন্দ্র পাল, রেলপথ মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমান, সমাজকল্যাণ মন্ত্রীর একান্ত সচিব বিজয় কৃষ্ণ দেবনাথ এবং স্থানীয় সরকার মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী যুগ্মসচিব হয়েছেন।

পদোন্নতি পেয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম ভূঞা।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ