আজকের শিরোনাম :

এডিশ মশা নিয়ন্ত্রণে মাসে ১০ দিন চিরুনি অভিযান : মেয়র আতিক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২০, ২০:০৮

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় এডিশ মশা নিয়ন্ত্রণে প্রতি মাসে অন্তত ১০ দিন করে চিরুনি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, ‘এডিস মশা নিয়ন্ত্রণে আগামী ৬ জুন থেকে প্রতিটি ওয়ার্ডে চিরুনি অভিযান শুরু করা হবে। অন্তত আগস্ট পর্যন্ত প্রতি মাসে ১০ দিনব্যাপী চিরুনি অভিযান পরিচালনা করা হবে।’

বুধবার ডিএনসিসির নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নিয়ে অনুষ্ঠিত প্রথম করপোরেশন সভায় তিনি এ কথা বলেন।

মেয়র আতিকের সভাপতিত্বে মিরপুর মাজার রোডে অবস্থিত ডিএনসিসির ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এ সভা অনুষ্ঠিত হয়।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রসঙ্গে আতিক বলেন, ‘ডেঙ্গু এবং চিকুনগুনিয়া যেন গত বছরের মতো ভয়াবহ রূপ নিতে না পারে সে জন্য আমি আগে থেকেই সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি।’

গত ১০ মে থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘গতকাল (মঙ্গলবার) পর্যন্ত ৪ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এডিস মশা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।’

করোনা মোকাবিলা প্রসঙ্গে মেয়র জানান, ডিএনসিসির নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোতে করোনার চিকিৎসা সংক্রান্ত তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

জনগণ যাতে আরও নিরাপদে দৈনন্দিন বাজার সম্পন্ন করতে পারেন সে জন্য ডিএনসিসির ১৬টি কাঁচাবাজার উন্মুক্তস্থানে স্থানান্তরিত করা হয়েছে বলে জানান তিনি।

বিভিন্ন ওয়ার্ডের প্রায় পাঁচ লক্ষাধিক অসহায়, দুস্থ পরিবারের মধ্যে ডিএনসিসির পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে জানিয়ে মেয়র আতিক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী করোনা আক্রান্তের সংখ্যার ওপর ভিত্তি করে পরীক্ষামূলকভাবে ডিএনসিসির একটি ওয়ার্ড তিনটি জোন- লাল, হলুদ ও সুবজে ভাগ করে ব্যবস্থা নেয়া হবে।’

করপোরেশন সভায় অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর সাইদুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান প্রকৌশলী আমিরুল ইসলাম ও প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ