আজকের শিরোনাম :

জাতীয় ঐক্যফ্রন্টের কাছে জিজ্ঞাসা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৮, ১৮:১৭

তথাকথিত ছদ্মবেশী সুবিধাবাদী মুক্তিযোদ্ধা যাদেরকে হয়ত মূল্যায়ন না করার কারণে সুযোগ বুঝে এখন প্রতিহিংসাপরায়ণ হয়ে প্রতিশোধ নিতে স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি-জামাত শিবিরের সাথে হাত মিলিয়ে ধানের শীষ মার্কার অধীনে শুধু মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত নয় বরং ১৫ আগস্টের খুনি, জেলহত্যার খুনি, ২১ আগস্টের খুনি যাদের অনেকে এখনও বিদেশে পালিয়ে আছে তাদেরকে বীরের মর্যাদা দিয়ে দেশে এনে পুনর্বাসন করা। অন্যদিকে মাওলানা সাঈদী সহ যাদেরকে ট্রাইব্যুনাল আজীবন দণ্ডিত করেছে-তাদেরকে মুক্ত করা হচ্ছে- তাদের লক্ষ্য।

আর যাতে কোন যুদ্ধ অপরাধীর বিচার করা না যায় তার জন্য ট্রাইব্যুনাল বিলুপ্ত করে দেওয়া। এছাড়া জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ পরিবর্তন করে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান প্রবর্তন করে-বাংলাদেশকে-পাকিস্তানি-ভাবধারায় ফিরিয়ে নেওয়া। এটা সত্য যে বাঙালি জাতির একটা অংশ এখনও পাকিস্তানপন্থি। ‘কতরূপ স্নেহ করি-বিদেশের কুকুর ধরি-দেশের ঠাকুর ফেলিয়া’। কবির এই উক্তি আজও বাঙালিদের জন্য বাস্তব সত্য। তাই নূতন প্রজন্মকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

– এনায়েত উল্লাহ, সাবেক নৌবাহিনী কর্মকর্তা, লালখান বাজার, চট্টগ্রাম।

এই বিভাগের আরো সংবাদ