আজকের শিরোনাম :

কে হচ্ছেন জাতীয় ঐক্যের মূল নেতা?

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪২

কারো একক নেতৃত্বে নয়, যৌথ নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্য প্রক্রিয়া। ঐক্যের নেতারা আশা করছেন, আন্দোলন সফল হলে আলোচনার ভিত্তিতেই তারা সরকার প্রধানও ঠিক করতে পারবেন। তারা বলছেন, এই প্রক্রিয়ায় গঠিত সরকারে কোনো বিশেষ দলের একছত্র কর্তৃত্ব রাখা হবে না।

জাতীয় ঐক্য প্রক্রিয়া আত্মপ্রকাশের আগে থেকেই এর মূল নেতৃত্ব কার হাতে থাকবে, তা নিয়ে চলছিল গুঞ্জন। গেল ২২ সেপ্টেম্বর নতুন এই রাজনৈতিক মঞ্চের আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর এ নিয়ে জল্পনা-কল্পনা আরো জোরদার হয়। এ অবস্থায় খবর আসে ড. কামাল হোসেনের নেতৃত্ব মেনে নিচ্ছে বিএনপি। এতে বিএনপিতে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া।

অবশেষে এ নিয়ে সিদ্ধান্তে পৌঁছেছে জাতীয় ঐক্য প্রক্রিয়া। সংশ্লিষ্টরা বলছেন, যৌথ নেতৃত্বেই পরিচালিত হবে আন্দোলন।

গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন, ‘ড. কামাল হোসেন, বি.চৌধুরী আছেন এবং বিএনপি থেকেও লোক আসবে। সবাই মিলে মিশে যৌথ নেতৃত্ব থাকবে। কোনো একক ব্যক্তিকে প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য না।’

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, ‘প্রবীণ নেতাদের সঙ্গে বিএনপির উদ্যমী তরুণরা এবং জনগণ যদি যুক্ত হয় তাহলে আন্দোলনে সফলতা লাভ করা সম্ভব।’

আন্দোলন সফল হলে আলাপ-আলোচনার মাধ্যমে সরকারপ্রধান নির্বাচন করতে চায় ঐক্যমঞ্চ। কোনো দল বা ব্যক্তির একক আধিপত্য যেন না থাকে, সেভাবেই ক্ষমতার ভারসাম্য ঠিক করা হবে বলেও জানান ঐক্যের নেতারা।

মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, ‘এই মুহূর্তে আমরা যৌথ নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। শীর্ষ নেতাকে হবেন এই সিদ্ধান্ত আগামী নির্বাচনের পর জনগণ নির্ধারণ করে দিবেন।’

ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন, ‘মেধা, যুক্তি দেখিয়ে সিদ্ধান্ত নিতে হবে কাকে দিলে ভালো হবে। কে জনগণের মঙ্গল করতে পারবে।’

নেতৃত্বদান বা ক্ষমতায় যাওয়া নয়, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠাই জাতীয় ঐক্য প্রক্রিয়ার মূল লক্ষ্য বলেও জানান বিকল্পধারার নেতা মাহী বি চৌধুরী।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু মাত্র আজকের দুঃশাসন দূর করাই জাতীয় ঐক্যের একমাত্র লক্ষ্য নয়। ভবিষ্যতে দুঃশাসন যাতে না আসে, ভবিষ্যতে স্বেচ্ছাচারী সরকার যাতে আমাদের গলার ওপর চেপে না বসে। সেজন্যই আমরা বলছি ভারসাম্য তৈরি করতে হবে।’

এখন জাতীয় ঐক্যের মূল নেতা কে হবেন সেটি সময়ই বলে দিবে।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ