আজকের শিরোনাম :

রাতে ইতালি থেকে দেশে ফিরছেন সেই ১২৫ জন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২০, ১৭:২৪

ইতালির রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে দেশে ফিরে আসতে হচ্ছে সেই ১২৫ বাংলাদেশি যাত্রীকে। বুধবার ইতালির বিভিন্ন গণমাধ্যম জানায়, তাদের বিমান থেকে নামতে দেয়া হচ্ছে না।

বিবিসি জানিয়েছে, যাত্রীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বিমানটি বৃহস্পতিবার রাত ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা। বর্তমানে কাতারে রয়েছেন এই বাংলাদেশিরা।

ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ১২৫ জন বাংলাদেশিকে কোয়ারেন্টাইনে নেয়ার বিষয়ে তাদের কাছে কোনো ধরণের নির্দেশনা আসেনি। কোনো নির্দেশনা আসলে তা মেনে চলা হবে বলে জানান বিমানবন্দর পরিচালক তৌহিদ উল আহসান।

এর আগে অন্য একটি ফ্লাইটে ২২৫ জন বাংলাদেশি ইতালিতে পৌঁছানোর পর পরীক্ষা করে ৩৬ জনের করোনাভাইরাস পজিটিভ আসে। এরপর বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় ইতালি।

বাংলাদেশিদের নামতে দেয়া না হলেও ফ্লাইটটিতে থাকা অন্য দেশের ৮০ যাত্রীকে নামার অনুমতি দেয় ইতালিয়ান প্রশাসন। বিমানবন্দরে তাদের নমুনা পরীক্ষা শেষে সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

পরে কাতার এয়ারওয়েজের ওই ফ্লাইটেই বাংলাদেশি যাত্রীরা রোমের স্থানীয় সময় বিকেল ৪টায় দোহায় ফিরে যান।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ