আজকের শিরোনাম :

দক্ষিণ আফ্রিকার নতুন রাষ্ট্রদূত সাইফুর রহমান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২০, ১৫:৩২

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে নুরে হেলাল সাইফুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে পাকিস্তানের করাচিতে উপহাইকমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন।

আজ মঙ্গলবার (১৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নুরে হেলাল সাইফুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা। কূটনৈতিক জীবনে তিনি ইসলামাবাদ, প্যারিস, সিঙ্গাপুর ও কুয়েতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি মহাপরিচালক (আফ্রিকা), মহাপরিচালকসহ (বহিরাগত প্রচার)  বিভিন্ন শাখায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

নুরে হেলাল সাইফুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। পাশাপাশি তিনি সিঙ্গাপুরের নান্যাং টেকনোলজিকাল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ব্যবসায় প্রশাসন (এমবিএ) সম্পন্ন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের এমআইটিতে ‘আন্তর্জাতিক পরিচালন কর্মসূচিতে’ অংশ নেন এবং ২০১৩ সালে বাংলাদেশে জাতীয় প্রতিরক্ষা কোর্সও (এনডিসি) সম্পন্ন করেন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ