আজকের শিরোনাম :

কাতারে করোনায় আরও একজনের মৃত্যু, ২ জনই বাংলাদেশি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০৯:২১ | আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১০:০০

কাতারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আবুল কাসাম (৫৮) নামে আরও এক বাংলাদেশি মারা গেছেন। তার দেশের বাড়ি গাজীপুরে। এ পর্যন্ত কাতারে যেই দুইজন মারা গেলেন তারা উভয়ই বাংলাদেশি।

এর আগে গত শনিবার কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বাংলাদেশির মৃত্যুর কথা নিশ্চিত করে। কাতারে করোনায় তিনিই প্রথম মৃত্যুবরণকারী।

জানা যায়, শনিবার করোনায় প্রাণ হারানো ওই প্রবাসী বাংলাদেশির বয়স ৫৭ বছর। তিনি আগে থেকেই অন্যান্য রোগে ভুগছিলেন।

করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানো ওই বাংলাদেশির বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি কাতারে ব্যবসা করতেন। গত ১৬ মার্চ তাকে কাতারের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, দেশে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা এখন ৭৮১ জন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ