আজকের শিরোনাম :

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত বাংলাদেশি শনাক্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৪

চীনের সীমা ছাড়িয়ে বিশ্বের ২৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে রহস্যময় করোনা ভাইরাস। যেসব দেশে করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে সেগুলোর মধ্যে সিঙ্গাপুরও রয়েছে। আর সিঙ্গাপুরে করোনা আক্রান্তদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো বাংলাদেশির প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।

সিঙ্গাপুরের ইংরেজি দৈনিক স্ট্রেইট টাইমসের এক খবরে বলা হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত এই বাংলাদেশির বয়স ৩৯ বছর। তাকে সিঙ্গাপুরের এনসিআইডির আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

এ দিকে কিছুতেই রোধ করা যাচ্ছে না করোনা ভাইরাসের বিস্তার। চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮১১ জনে পৌঁছেছে। আর সবমিলিয়ে চীনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ২৮ হাজার ছাড়িয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ