নিউইয়র্কে যুক্তরাষ্ট্র যুবলীগ এর ইফতার মাহফিল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০১৮, ১১:৩৯ | আপডেট : ০৫ জুন ২০১৮, ১১:৪৯

ঢাকা, ০৫ জুন, এবিনিউজ : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র যুবলীগ আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, মাদক নির্মূলসহ সন্ত্রাস-জঙ্গীবাদ দমনে সরকার জোরালোভাবে কাজ করে যাচ্ছে। এতে সকলের সহযোগিতা প্রয়োজন।

নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে গত ৩ জুন রোববার এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কমিউনিটির নেতৃবৃন্দসহ আওয়ামীলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী এ ইফতার অনুষ্ঠানে যোগ দেন।

ইফতার মাহফিল উদযাপন কমিটির আহবায়ক হেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রহিমুজ্জামান সুমনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মিছবাহ আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম, প্রচার সম্পাদক হাজী এনাম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভাপপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, সহ সভাপতি আবুল হোসেন, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামাল হোসাইন ও মো. সেবুল মিয়া, ব্রঙ্কস আওয়ামীলীগের সভাপতি নুরুল আহিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগের নুরুল ইসলাম, মোশাহিদ চৌধুরী, জামাল আহমেদ, মনির উদ্দিন, শাহীন কামালি, রেজা আব্দুল্লাহ, নিউইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সুয়েব আহমদ, সহ সভাপতি ফরহাদ হোসেন, মামুন সরকার, অলিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরী, প্রচার সম্পাদক মিশু খান, ক্রীড়া সম্পাদক শাবলু মিয়া, নিউইয়র্ক মহানগর যুবলীগের সহ সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জামাল হসেন, ব্রঙ্কস যুবলীগ সভাপতি সিপু চৌধুরী, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, মুজিবুর রহমান, ম্যানহাটান যুবলীগ সভাপতি আজমান আলী, দীন ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা দেশের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে স্বীকৃতি লাভ করেছে। ডিজিটাল বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে।

বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। সন্ত্রাসী ও জঙ্গীবাদীরা বাংলাদেশের কোথাও স্থান পাবে না। মাদক নির্মূলসহ সন্ত্রাস-জঙ্গীবাদ দমনে সরকার জোরালোভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এ কার্যক্রম বাস্তবায়নে যুক্তরাষ্ট্র যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী প্রবাসী যুব সমাজকে আরও এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের প্রতিটি যুবলীগ কর্মী তৎপর।

ইফতার মাহফিলে দেশ, জাতিসহ বিশ্ব মানবতার শান্তি কামনা করে দোয়া মুনাজাত করা হয়। 

এবিএন/সাখাওয়াত হোসেন সেলিম/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ