আজকের শিরোনাম :

নিউইয়র্কে নাটোর জেলা সমিতি ইউএসএ’র বাংলা নববর্ষ উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০১৯, ১৫:৩৩

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪২৬ উদযাপন করেছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন নাটোর জেলা সমিতি ইউএসএ ইনক।

গত ২২ এপ্রিল সোমবার সন্ধ্যায় ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে বাঙালির প্রাণের এ উৎসবে পরিবেশিত হয় জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। ছিল পান্থা, ইলিশ সহ ঐতিহ্যবাহী বাঙালি খাবার। এদিন বৈচিত্রময় বাঙালী পোশাকে বিপুল সংখ্যক প্রবাসী নাটরবাসী উপস্থিত হন উৎসব হলে। ভিন্ন আমেজ সৃষ্টি হয় পুরো আয়োজন জুড়ে। পরিণত হয় নাটোর জেলাবাসীর মিলন মেলায়। একটুকরো বাংলাদেশে।

বৈশাখী সন্ধ্যার আনন্দঘন এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ডা. আবদুল লতিফ। নাটোর জেলা সমিতি ইউএসএ’র ভারপ্রাপ্ত সভাপতি মো. আক্কাস আলীর সভাপতিত্বে সংগঠনের গণ সংযোগ ও প্রচার সম্পাদক এবং উদযাপন কমিটির সদস্য সচিব হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহীন আলম, উদযাপন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মিলন, প্রধান সমন্বয়কারী মো. মোজাম্মেল হোসেন, সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মাহফুজা পারভীন মলি, সমন্বয়কারী মো. রাশেদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো. আসাদ উজ জামান রিপন, মো. জাহাঙ্গীর কবির প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক নির্দেশনায় ছিলেন বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন।

সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. আক্কাস আলী, সহ সভাপতি টিএম নাজিরুদ্দৌলা ও শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ হিরো, সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ মো. আবদুল্লাহ আল মামুন, সহ কোষাধ্যক্ষ আহসান হাবিব, কর্মকর্তা মো. সেলিম উদ্দিন, শাহনাজ পারভীন, মো. মোক্তার আলী, আখেরুল আলম আহমেদ সোহান, মো. ইমতিয়াজ আলী বিজয়, মো. আলমগীর হোসেন, সুলতান আহমেদ, মো. আশরাফুল ইসলাম, মো. মাসুদ রানা, মো. জুয়েল হোসেন এবং ওবায়দুর রহমান। সাংস্কৃতিক পর্বে সার্বিক সহযোগিতায় ছিলেন মো. ইয়াকুব আলী মিঠু ও ফিরোজা ইয়াসমীন নিলা, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোতাহার হোসেন, এডভোকেট কামরুজ্জামান বাবু, আবু সাঈদ রায়হান ও মো. জাবেদ আলী।

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আক্কাস আলী, সাধারণ সম্পাদক মো. শাহীন আলম ও উদযাপন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মিলন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এ সুন্দর আয়োজন সফল করতে বিশেষ ভূমিকা রেখেছেন নাটোরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মোজাফ্ফর হোসেন সহ সংগঠনের কর্মকর্তাবৃন্দ।

সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ন্যান্সী খান, মনিকা দাস সহ স্থানীয় শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। আনন্দ-উচ্ছ্বাসে শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা গভীর রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা দারুণভাবে উপভোগ করেন। দর্শকদের মূহূর্মূহূ করতালিতে সিক্ত হন শিল্পীগণ। বৈশাখী খাবার ম্যেনুতে ছিল পান্থা, ইলিশ, পায়েস সহ অন্যান্য বাঙালি খাবার।


এবিএন/সাখাওয়াত হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ