আজকের শিরোনাম :

ডেনমার্কে বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০১৮, ১১:৪৬ | আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১১:৪৭

ঢাকা, ১৬ আগস্ট, এবিনিউজ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ আগস্ট  উপলক্ষে ডেনমার্কের বাংলাদেশ দূতাবাসে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

আলোচনা সভার শুরুতে জাতির জনক এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানানো হয় এবং জাতির জনক শেখ মুজিবুর রহমান ও নিহত তার পরিবারবর্গের  আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। 

এর পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।  

দূতাবাস প্রধান ও প্রথম সচিব শাকিল শাহরিয়ারের সঞ্চালনায় রাষ্ট্রদূত এম মুহিত  তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অভাব অপূরণীয়।  বাংলার মানুষ পাকিস্তানের শোষণ বঞ্চনা থেকে মুক্ত করার আজীবন লড়াই করে গেছেন এবং অনেক নির্যাতন সহ্য করেছেন।  আমাদের সবার উচিত  দল মত নির্বিশেষে  বঙ্গবন্ধুর  সোনার বাংলা বিনির্মাণ করে শেখ মুজিবের রক্তঋণ পরিশোধ করা। বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হলেই বঙ্গবন্ধুর স্বপ্ন সার্থক হবে। 

ডেনমার্ক প্রবাসীরা সভায় উপস্থিত ছিলেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ