আজকের শিরোনাম :

মালয়েশিয়ায় কংক্রিটের পিলার পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ১৮:৪৮

মালয়েশিয়ায় কংক্রিটের পিলার পড়ে মারা গেলেন শরিফুল ইসলাম নামের এক শ্রমিক।

সিম্পাং আমপাটের ভালডোর শিল্পাঞ্চল এলাকায় শুক্রবার সকাল ১০টা ২৫টি মিনিটে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বেরনামা।

৩৩ বছর বয়সী শরিফুল ঘটনাস্থলেই মারা যান। তার ইন্দোনেশিয়ান সহকর্মী হালকা আঘাত পেয়ে হাসপাতালে আছেন।

পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশনস অফিসার মোহাম্মদ নাজিব হাশিম জানিয়েছেন, জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা এক ভুক্তভোগীকে উদ্ধার করতে পারলেও আরেকজন ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন। দমকলকর্মীদের স্পেশাল ‍টুল ব্যবহার করে কংক্রিটের পিলার সরাতে হয়েছে। ৩০ মিনিট চেষ্টার পর আমরা বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করি। ততক্ষণে তিনি মারা যান।

নাজিব জানিয়েছেন, নিহত শরিফুলের মরদেহ সুনগাই বকাপ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত ৩০ নভেম্বর দেশটির একটি প্রাইভেট কলেজের লবিতে কাজ করার সময় মারাত্মক আহত হন দুই বাংলাদেশি কর্মী। সেদিন কংক্রিটের প্রাচীর তাদের শরীরের ওপর ধসে পড়ে।

এই ভুক্তভোগীদের একজন ৪২ বছর বয়সী মোসাক। তার মুখ মারাত্মকভাবে জখম হয়। গুঁড়িয়ে যায় ডানহাতের পাতা। আরেকজন ৪০ বছর বয়সী মান্নান আব্দুল, তার পা এবং তলপেটে গুরুতর আঘাত লাগে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ