আজকের শিরোনাম :

সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০১৮, ১৫:৪৮

ঢাকা, ২২ জুলাই, এবিনিউজ : সেনাবাহিনীতে পদোন্নতির জন্য সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০১৮-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ রবিবার সকালে ঢাকা সেনানিবাসে সেনাসদর কনফারেন্স হল হেলমেটে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সেনাবাহিনীতে পদোন্নতির জন্য গঠিত এ পর্ষদের কার্যক্রম আগামী ৫ দিন চলবে। এ পর্ষদের মাধ্যমে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফট্যানেন্ট কর্নেল থেকে কর্নেল পদবিতে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হবে।

পদোন্নতির জন্য প্রধানমন্ত্রী অফিসারদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য, সর্বোপরি নিয়োগের উপযোগিতার ওপর গুরুত্ব আরোপের উপদেশ দেন। সেনাবাহিনীর সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এ পর্ষদের মাধ্যমে যোগ্য ও দক্ষ অফিসাররা সরকারের অনুমোদনসাপেক্ষে পদোন্নতি পাবেন।

প্রধানমন্ত্রী সেনাসদরে পৌঁছলে তাকে স্বাগত জানান সেনাবাহনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অব), প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রেসসচিব ইহসানুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ