আজকের শিরোনাম :

নারীর উন্নয়নে সরকার বলিষ্ঠ ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০১৮, ২০:১৩

ঢাকা, ১১ জুলাই, এবিনিউজ : নারীর উন্নয়নে এই সরকার বলিষ্ঠ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদান দৃশ্যমান হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিকেলে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, ‘নারীর প্রতি সহিংসতা রোধে আইনি কাঠামো প্রণয়ন, জেন্ডার সংবেদনশীল বাজেট ও উন্নয়ন প্রণয়ন, ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে আমাদের সরকার নারী উন্নয়ন ও ক্ষমতায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘নারীরা ধীরে ধীরে আর্থ সামাজিক উন্নয়ন কার্যক্রমে আনুষ্ঠানিক অংশীদার হয়ে ‍উঠছে। নারী উন্নয়ন নীতি ২০১১ প্রণয়ন করেছি এবং এই নীতি বাস্তবায়নে কর্ম পরিকল্পনা আমরা ২০১৩ তে প্রণয়ন করেছি, এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি। নারীর সুরক্ষায় পারিবারিক সুরক্ষা আইন, এসিড নিয়ন্ত্রণ আইন, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, মোবাইল কোর্ট আইন- ইত্যাদি করেছি, যার ফলে নারীর প্রতি সহিংসতা হ্রাস পেয়েছে।’

তিনি আরও জানান, ‘দ্বিতীয় মেয়াদে আমরা যে উন্নয়ন করেছি, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি বলেই আজ বাংলাদেশ এত উন্নতি করেছে। আমাদের নারী সমাজও সর্বক্ষেত্রে সুযোগ পেয়েছে এবং তাদের দক্ষতার পরিচয় দিতে পেরেছে।’  

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ